Thursday, November 13, 2025

বেহাল অর্থনীতি, অতিমারিতে স্বর্ণঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে

Date:

Share post:

দেশের অর্থনীতির স্বাস্থ্য বেহাল। করোনা অতিমারিতে কাজ খুইয়েছেন বহু মানুষ। কমেছে আয়ের পরিমাণ। এই অবস্থায় ব্যাঙ্কে সোনা জমা রেখে টাকা ধার করার প্রবণতা ঊর্ধ্বমুখী। খুচরো ঋণের মধ্যে অন্যতম প্রধান স্বর্ণঋণ। কেন্দ্রের মোদি সরকার যখন জিডিপি, জিএসটি বাবদ অর্থ সংগ্রহের খতিয়ান দেখিয়ে অর্থনীতির ‘সুদিন ফিরে আসার’ রূপকথা শোনাচ্ছে, তখন অন্য সুর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তথ্যে। মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের অনেকেই ভীষণ জরুরি প্রয়োজনে সোনার অলংকার ব্যাঙ্কের কাছে জমা দিয়ে টাকা ধার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক রিজার্ভ ব্যাঙ্কের এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন, ২০২০’র জুলাই মাস থেকে ২০২১’র জুলাই পর্যন্ত স্বর্ণঋণ বৃদ্ধি পেয়েছে ৭৭.৪ শতাংশ। টাকার অঙ্কে ২০২০ সালের জুলাইতে স্বর্ণঋণ দেওয়া হয়েছিল ২৭ হাজার ২২৩ কোটি টাকা, ২০২১’র জুলাই মাসে সেই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৬২ হাজার ৪১২ কোটি টাকা। শীর্ষ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জুন মাসের তথ্য বলছে, ২০২০’র তুলনায় স্বর্ণঋণ ২০২১-এর জুনে বৃদ্ধি পেয়েছে ৩৩৮.৭৬ শতাংশ।

স্বর্ণঋণের ব্যবসায় এই বিপুল বৃদ্ধি কীসের ইঙ্গিত বহন করছে? সোনার বিনিময়ে এই ঋণ গ্রহীতার কাছে আনন্দদায়ক নয়। আসলে স্বর্ণঋণ ব্যবসার ব্যাপক বৃদ্ধি করোনা সংক্রমণ রোধে জাতীয় লকডাউন, চাকরি হারানো, বেতন কাটা এবং উচ্চতর চিকিৎসা ব্যয় সৃষ্ট দুর্দশারও একটি সূচক। মানুষ সোনা বন্ধক রেখে ঋণ পাওয়া সহজ মনে করে। সুযোগ দেখে, ব্যাঙ্কগুলি স্বর্ণঋণ দেওয়া বাড়িয়েছে, কারণ এই ঋণ পুনরুদ্ধার কষ্টকর নয়।

আরও পড়ুন- সেই কৌশিক চন্দই এবার হাইকোর্টের বিচারপতি! অভিষেকের টুইটে তীব্র কটাক্ষ

গ্রামাঞ্চল, নিম্ন-আয়ের গোষ্ঠী এবং ক্ষুদ্র ইউনিটগুলির উপর আর্থিক চাপের ইঙ্গিত স্বর্ণঋণ ব্যবসায় বৃদ্ধি। গত বছর এবং এই বছর জাতীয় লকডাউন থেকে আঞ্চলিক লকডাউন ছোট ব্যবসায়িক ইউনিটগুলিকে চরম চাপের মধ্যে রেখেছে। এছাড়াও, চাহিদা কমে যাওয়া শিল্পের বিভিন্ন ইউনিটের নগদ প্রবাহ এবং তাদের কর্মীদের বেতন দেওয়ার ক্ষমতাকে সংকুচিত করেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলেছে যে করোনা অতিমারির অর্থনৈতিক প্রভাবের প্রতিক্রিয়ায় ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলোর মাধ্যমে স্বর্ণঋণের চাহিদা বাড়ছে।

advt 19

 

spot_img

Related articles

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...