Thursday, January 22, 2026

বেহাল অর্থনীতি, অতিমারিতে স্বর্ণঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে

Date:

Share post:

দেশের অর্থনীতির স্বাস্থ্য বেহাল। করোনা অতিমারিতে কাজ খুইয়েছেন বহু মানুষ। কমেছে আয়ের পরিমাণ। এই অবস্থায় ব্যাঙ্কে সোনা জমা রেখে টাকা ধার করার প্রবণতা ঊর্ধ্বমুখী। খুচরো ঋণের মধ্যে অন্যতম প্রধান স্বর্ণঋণ। কেন্দ্রের মোদি সরকার যখন জিডিপি, জিএসটি বাবদ অর্থ সংগ্রহের খতিয়ান দেখিয়ে অর্থনীতির ‘সুদিন ফিরে আসার’ রূপকথা শোনাচ্ছে, তখন অন্য সুর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তথ্যে। মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের অনেকেই ভীষণ জরুরি প্রয়োজনে সোনার অলংকার ব্যাঙ্কের কাছে জমা দিয়ে টাকা ধার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক রিজার্ভ ব্যাঙ্কের এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন, ২০২০’র জুলাই মাস থেকে ২০২১’র জুলাই পর্যন্ত স্বর্ণঋণ বৃদ্ধি পেয়েছে ৭৭.৪ শতাংশ। টাকার অঙ্কে ২০২০ সালের জুলাইতে স্বর্ণঋণ দেওয়া হয়েছিল ২৭ হাজার ২২৩ কোটি টাকা, ২০২১’র জুলাই মাসে সেই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৬২ হাজার ৪১২ কোটি টাকা। শীর্ষ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জুন মাসের তথ্য বলছে, ২০২০’র তুলনায় স্বর্ণঋণ ২০২১-এর জুনে বৃদ্ধি পেয়েছে ৩৩৮.৭৬ শতাংশ।

স্বর্ণঋণের ব্যবসায় এই বিপুল বৃদ্ধি কীসের ইঙ্গিত বহন করছে? সোনার বিনিময়ে এই ঋণ গ্রহীতার কাছে আনন্দদায়ক নয়। আসলে স্বর্ণঋণ ব্যবসার ব্যাপক বৃদ্ধি করোনা সংক্রমণ রোধে জাতীয় লকডাউন, চাকরি হারানো, বেতন কাটা এবং উচ্চতর চিকিৎসা ব্যয় সৃষ্ট দুর্দশারও একটি সূচক। মানুষ সোনা বন্ধক রেখে ঋণ পাওয়া সহজ মনে করে। সুযোগ দেখে, ব্যাঙ্কগুলি স্বর্ণঋণ দেওয়া বাড়িয়েছে, কারণ এই ঋণ পুনরুদ্ধার কষ্টকর নয়।

আরও পড়ুন- সেই কৌশিক চন্দই এবার হাইকোর্টের বিচারপতি! অভিষেকের টুইটে তীব্র কটাক্ষ

গ্রামাঞ্চল, নিম্ন-আয়ের গোষ্ঠী এবং ক্ষুদ্র ইউনিটগুলির উপর আর্থিক চাপের ইঙ্গিত স্বর্ণঋণ ব্যবসায় বৃদ্ধি। গত বছর এবং এই বছর জাতীয় লকডাউন থেকে আঞ্চলিক লকডাউন ছোট ব্যবসায়িক ইউনিটগুলিকে চরম চাপের মধ্যে রেখেছে। এছাড়াও, চাহিদা কমে যাওয়া শিল্পের বিভিন্ন ইউনিটের নগদ প্রবাহ এবং তাদের কর্মীদের বেতন দেওয়ার ক্ষমতাকে সংকুচিত করেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলেছে যে করোনা অতিমারির অর্থনৈতিক প্রভাবের প্রতিক্রিয়ায় ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলোর মাধ্যমে স্বর্ণঋণের চাহিদা বাড়ছে।

advt 19

 

spot_img

Related articles

‘জাগো বাংলা’র স্টলে মুখ্যমন্ত্রীর তিন ভাবনা, শুরুর দিনেই উপচে পড়া ভিড়

প্রত্যেকবারের মতো ৪৯তম বইমেলাতেও ব্যতিক্রমী ‘জাগো বাংলা‘ স্টল (Jago Bangla Stall)। মুখ্যমন্ত্রীর ভাবনাকে বাস্তবায়িত করেছেন সাংসদ দোলা সেন-সহ...

পর্বত শৃঙ্গে‌ অক্সিজেন ছাড়া ২৪ ঘণ্টা, রেকর্ড রোহিতাশের

রেকর্ড গড়লেন পর্বতারোহী রোহিতাশ খিলেরি(Rohtash Khileri)। যেখানে সাধারণ মানুষ অক্সিজেন ছাড়া কিছুক্ষণও থাকতে পারে না সেইখানে তিনি ইউরোপের...

হিরণের ব্যাংক অ্যাকাউন্টে কি ঋতিকার নজর? মেয়ের ভবিষ্যতের চিন্তায় সরব অনিন্দিতা

খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে টলিপাড়া (Tollywood) ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে...

বইমেলাতেও SIR হয়রানির প্রতিবাদ মমতার: লিখেছেন ২৬টি কবিতা, এবার প্রকাশিত আরও ৯টি বই

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনের মঞ্চ থেকেও কমিশন-এজেন্সির ভূমিকা নিয়ে ফের তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...