ভারত-ইংল্যান্ড( India-England) চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে ৫৬ রানে পিছিয়ে ভারতীয় দল( India Team)। দ্বিতীয় ইনিংসে ৪৩ রান ভারতের। টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত বোলিং উমেশ যাদবের( Umesh yadav)।

তৃতীয় দিনে ২৯০ রানেই ইংল্যান্ডকে আটকে দেয় বিরাট কোহলির দল। সৌজন্যে উমেশ যাদব। ইংরেজদের হয়ে দুরন্ত ব্যাটিং করেন ওলি পপে এবং ক্রিশ ওকস। ৮১ রান করেন ওলি পপে। ৫০ রান করেন ক্রিশ ওকশ। ৩৭ রান করেন ব্রিস্টো। ৩৫ রান করে মইন আলি। ভারতের হয়ে তিন উইকেট নেন উমেশ যাদব।দুটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালই করে ভারত। ভারতের হয়ে এখন ক্রিজে রয়েছেন রোহিত শর্মা এবং কে এল রাহুল।

আরও পড়ুন:ইস্টবেঙ্গলে হীরা,জয়নার লরেন্সো, থেকে গেলেন রাজু গায়কোয়াড়

