Sunday, November 9, 2025

নির্বাচন কমিশন প্রভাবিত হয়েছে: ভোটের দিন ঘোষণায় ক্ষুব্ধ দিলীপ

Date:

বিজেপির নির্বাচন বন্ধ করার সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে শনিবার ভবানীপুরসহ(Bhawanipur) রাজ্যের ৩ কেন্দ্রে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন(election commission)। এই ঘটনায় রীতিমতো অসন্তুষ্ট বিজেপি(BJP)। এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেটাই কার্যত স্পষ্ট করে দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। শুধু তাই নয়, তিনি আরও জানালেন, নির্বাচন কমিশন প্রভাবিত হয়েছে, কারও চাপে ভোটের দিন ঘোষণা করেছে।

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “এই মুহূর্তে রাজ্যে উপনির্বাচনের পরিবেশ নেই। এখনও করোনা যায়নি। লোকাল ট্রেন চলছে না। স্কুল-কলেজ বন্ধ। তাছাড়া এখনও ভোটপরবর্তী হিংসা চলছে। রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই। নির্বাচন কমিশন কারও দ্বারা প্রভাবিত হয়ে ভোট ঘোষণা করেছে।” তবে দিলীপ ঘোষ অসন্তুষ্ট হলেও বামেরা এই উপনির্বাচনকে স্বাগত জানিয়েছে। এদিন সুজন চক্রবর্তী বলেন, “আমরাও চেয়েছিলাম সময়মতো উপনির্বাচন হোক। এরাজ্যে সময়মতো উপনির্বাচন হওয়ায় রেওয়াজ। বাম আমল থেকে তাই হয়ে আসছে।” পাশাপাশি উপনির্বাচনের প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, “রাজ্যের যে চার কেন্দ্রে উপনির্বাচন বাকি রয়ে গেল, সেগুলিতেও দ্রুত ভোট হওয়া উচিত।”

আরও পড়ুন:এবার উত্তরে উইকেট পড়ল বিজেপির, তৃণমূলে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়

উল্লেখ্য, দীর্ঘ টালবাহানার পর শনিবার রাজ্যের মোট তিনটি কেন্দ্রে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যেখানে ভবানীপুর আসনে উপ নির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করা হয়েছে। কমিশন জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর ৩ কেন্দ্রে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৬ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এরপর ৩০ সেপ্টেম্বর হবে নির্বাচন। এবং ফল ঘোষণা হবে ৩ অক্টোবর। যদিও, গোসাবা, খড়দা, শান্তিপুর, দিনহাটা কেন্দ্রে উপ নির্বাচনের দিনক্ষণ এখনো স্থগিত রাখা হয়েছে।

 

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version