দৃষ্টিহীনদের বিনামূল্যে ভ্যাকসিন , কারা আছেন নেপথ্যে?  

করোনার ভ্যাকসিন নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ লেগেই আছে । এরই মাঝে ৩১শে অগস্ট কলকাতার মানিকতলা ESI হাসপাতালে দৃষ্টিহীনদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হল।। ক্যালকাটা আই হসপিটালের সহযোগিতা ও সোসাইটি ফর দা ওয়েলফেয়ার অফ দা ব্লাইন্ড এর সদস্যদের নিয়ে এই ইএস আই হাসপাতালে ১০০ জন দৃষ্টিহীনকে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হলো।
এভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের সদিচ্ছাকে কুর্নিশ জানিয়েছেন সবাই ।