Sunday, November 9, 2025

বৃদ্ধি নয়, দেশের অর্থনীতি তলানিতে যাচ্ছে: GDP রিপোর্ট ফুৎকারে উড়িয়ে দাবি কৌশিক বসুর

Date:

২০২১-২২ অর্থবর্ষের(economic year) প্রথম ত্রৈমাসিকে(এপ্রিল-জুন) মোট জিডিপি বৃদ্ধি পেয়েছে ২০.১ শতাংশ। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক প্রকাশিত রিপোর্টে এমন দাবি করা হলেও, এই রিপোর্টকে কার্যত ফুৎকারে উড়িয়ে মোদি সরকারের(Modi government) কড়া সমালোচনা করলেন ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসু(Kaushik Basu)। পাশাপাশি তিনি জানালেন, প্রতিবছর ভারতের জিডিপি ক্রমাগতভাবে নিম্নমুখী। স্বাধীন ভারতে এত দীর্ঘ অর্থনৈতিক পতন কখনো ঘটেনি।

মনমোহন সিংয়ের(Manmohan Singh) সঙ্গে কাজ করা পদ্মভূষণ প্রাপ্ত এই অর্থনীতিবিদ সম্প্রতি মোদি সরকারের নীতির তীব্র সমালোচনা করে এক টুইট করেন। যেখানে দেশের অর্থনীতির পতনের কারণ বিশদ ব্যাখ্যা করে তিনি লেখেন, “২০১৬ সাল থেকে প্রতিবছর নিম্নমুখী হচ্ছে দেশের জিডিপি। ১৯৪৭ সাল থেকে এতো দীর্ঘ পতন কখনো ঘটেনি। সর্মথকরা মনে করতে পারে মহামারীর কারণে এমনটা ঘটেছে, কিন্তু আসল কারণ হলো সরকারের নীতিগত ব্যর্থতা। যার জেরে দেশের গরীব মানুষ ভুক্তভোগী যুবসম্প্রদায় কৃষক এবং ক্ষুদ্র ব্যবসা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। আর সেটাই অর্থনীতির পতনের মূল কারণ।” বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসুর এই টুইটে স্বাভাবিকভাবে চাপে মোদি সরকার।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি সঙ্কোচন পৌঁছে গিয়েছিল তলানিতে। প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন, ২০২০) রেকর্ড পতন হয়ে জিডিপির সঙ্কোচন বা ঋণাত্মক বৃদ্ধি হয়েছিল ২৪.৪ শতাংশ। দ্বিতীয় ত্রৈমাসিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়ে দাঁড়ায় (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) মাইনাস ৭.৫ শতাংশে। সেখান থেকে ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে(এপ্রিল-জুন) মোট জিডিপি বৃদ্ধি পেয়েছে ২০.১ শতাংশ। তবে সরকার অর্থনীতির উন্নতির আভাস দিলেও আদতে দেশের অর্থনীতি ভয়াবহভাবে নিম্নগামী এমনটাই মনে করছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version