Sunday, November 9, 2025

বিশ্বভারতী-কাণ্ড: উপাচার্যের অপসারণের দাবিতে পথে নামল TMCP

Date:

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে পথে নামল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। শনিবার বোলপুর শহরের ডাকবাংলো ময়দান থেকে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বিশাল মিছিল বের হয়।। ওই মিছিল থেকে স্লোগান ওঠে, বিজেপির দালাল বিশ্বভারতীর উপাচার্য অবিলম্বে পদত্যাগ করুন।

বিশ্বভারতীকে রাজনৈতিক আখড়ায় পরিণত করেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এমনই অভিযোগ বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউয়ের। তিনি বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী আজ বিপন্ন। হিটলারি শাসন থেকে কেউ বাদ যাচ্ছে না। ছাত্রদের আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অনৈতিক কাজকর্মের প্রতিবাদ করলেই ছাত্রছাত্রীদের ওপর নেমে আসছে শাস্তির প্রকোপ। বিশ্বভারতীর ঐতিহ্য, গরিমা, গৌরব পুনরুদ্ধার করা আমাদের ছাত্রছাত্রীদের দায়িত্ব। আমাদের চোখের সামনে এভাবে বিশ্বভারতীর সম্মান ধুলোয় মিশিয়ে যাবে আর ছাত্রছাত্রীরা বসে থাকবে, এমনটা হতে দিতে পারি না।

আন্দোলনকারীদের আরও অভিযোগ, যখনই ছাত্রছাত্রীদের উপর এই ধরনের ফ্যাসিস্ট কায়দায় আঘাত আসবে তখনই তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদে গর্জে উঠবে। বিশ্বভারতী তিন পড়ুয়াকে বহিষ্কার করে উপাচার্য বাকি পড়ুয়াদের বার্তা দিতে চেয়েছেন যে স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করলে তার ফল কী হয়। কিন্তু ছাত্রছাত্রীরা শাস্তির ভয়ে আন্দোলন থামিয়ে দেবে, এরকম যদি উপাচার্য ভাবেন তাহলে তিনি ভুল ভাবছেন। প্রতিবাদ জোরালো হবে। তীব্র আন্দোলনে উপাচার্যের ঘুম উড়িয়ে দেওয়া হবে। হাইকোর্টের রায় মেনে আন্দোলনরত পড়ুয়ারা উপাচার্যের বাসভবন থেকে ৫০ মিটার দূরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বহিষ্কারের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার বিষয়ে এখনও পড়ুয়ারা অনড়। মিছিল শেষে তৃণমূল ছাত্র পরিষদের পাঁচ সদস্য আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করে, তাঁদের আশ্বাস দেন তৃণমূল ছাত্র পরিষদ তাঁদের পাশে আছে। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের হাতে জল, পাউরুটি ও বেশ কিছু শুকনো খাবার তুলে দেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যরা।

আরও পড়ুন- শিল্প গড়ে তুলতে যে পরিবেশের দরকার, তা ইতিমধ্যেই গড়েছে রাজ্য, জানালেন পার্থ

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version