Friday, December 19, 2025

ভোটে লড়তে চাই না, সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী চিঠি দিচ্ছেন কমিশনে

Date:

Share post:

মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ আসনে সাধারণ নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হয়েছে৷ নির্বাচন কমিশন জানিয়েছে ৩০ সেপ্টেম্বর এই দুই কেন্দ্রে ভোট হবে৷ প্রসঙ্গত, ২০২১ বিধানসভা ভোটের ঠিক আগে করোনা আক্রান্ত হয়ে সামশেরগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী এবং জঙ্গিপুর আসনে আরএসপি প্রার্থীর মৃত্যু হয়৷ এরপরই ওই দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখে জাতীয় নির্বাচন কমিশন।

 

এদিকে, সামশেরগঞ্জ কেন্দ্রে সম্ভবত বড় ধাক্কা খেতে চলেছে জাতীয় কংগ্রেস। ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জয়দুর রহমান জানিয়েছেন নির্বাচন কমিশনকে তিনি অনুরোধ করতে চলেছেন তাঁর নাম কংগ্রেস প্রার্থী হিসেবে প্রত্যাহার করে নেওয়ার সুযোগ দেওয়া হোক৷ তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। জয়দুর রহমান পাশাপাশি জানিয়েছেন, তিনি কংগ্রেসের হয়ে ভোট প্রচারে নামছেন না । যেহেতু ইতিমধ্যেই তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে গিয়েছে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিনও পার হয়ে গিয়েছে তাই এখন কমিশনের কাছে অনুরোধ জানাবেন তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করার সুযোগ চেয়ে৷ এই জয়দুর রহমান সম্পর্কে জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমানের নিজের ভাই। সংবাদমাধ্যমে জয়দুর বলেছেন,

“স্থানীয় মানুষের অনুরোধে আমি কংগ্রেসের প্রার্থী হতে রাজি হয়েছিলাম। কিন্তু বর্তমানে আমার দাদা তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং জঙ্গিপুর কেন্দ্রের সাংসদ। তাই দাদার সম্মানের কথা ভেবে আমার পক্ষে বিরোধী দলের টিকিটে ভোটে লড়াই করা সম্ভব নয়।” পাশাপাশি তিনি বলেছেন, ‘আমি একজন ব্যবসায়ী। রাজনীতি কোনদিনই করিনি৷ রাজনীতিতে করতে এসে আমার ব্যবসার প্রচুর ক্ষতি হয়েছে। আমি এই ক্ষতি আর বাড়াতে পারব না। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি কংগ্রেসের টিকিটে ভোটে লড়বো না।” জেলা কংগ্রেসের তরফে বলা হয়েছে, জয়দুর রহমান এখনও সরকারিভাবে জানাননি উনি ভোট লড়বেন না।’

advt 19

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...