Tuesday, August 26, 2025

উপনির্বাচন: শুভেন্দু-সুজনকে তুলোধোনা করে কমিশনের প্রশংসায় ফিরহাদ

Date:

Share post:

বারাসতের নোয়াপাড়ায় বেসরকারি উদ্যোগে তৈরি এসকেএম মাল্টিস্পেশালিটি হসপিটালের উদ্বোধন করতে এসে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে (Sujan Chakraborty) তুলোধোনা করে নির্বাচন কমিশনকে প্রশংসা করলেন রাজ্যের পরিবহণ ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আগামী দিনে স্বাস্থসাথী কার্ডের সার্বিক গ্রহণযোগ্যতা বাড়বে বলেও দাবি করলেন।

পরিবহণ মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সাংসদ কাকলি ঘোষদস্তিদার, জেলা পরিষদের সহ-সভাধিপতি কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায় প্রমুখ। উপনির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, “দের আয়ে দুরস্ত আয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ২১৩ কেন্দ্রেই জিতেছেন। আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে জিতেছি। মানুষ চান উনি বাংলার মানুষের মুখ্যমন্ত্রী থাকুন। অনেক টালবাহানার শেষে বাংলার মানুষের প্রত্যাশাকে মর্যাদা দিয়ে নির্বাচন কমিশন উপনির্বাচন ঘোষণা করেছেন। সব জায়গায় হলেই ভাল হত। হয়তো পরে বাকি কেন্দ্রের নোটিফিকেশন জারি করবে কমিশন।” উপনির্বাচন নিয়ে মুখ্যসচিবের তৎপরতা আইনি জটিলতা সৃষ্টি করবে না বলেই মনে করেন তিনি।

আরও পড়ুন- প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুতে CID-এর হাতে চাঞ্চল্যকর নথি! চাপ বাড়ছে শুভেন্দুর, ড্রাইভারকেও তলব

ভবানীপুর উপনির্বাচন প্রসঙ্গে বিজেপি ও শুভেন্দু অধিকারীর সমালোচনাকে নস্যাৎ করে তাঁর পাল্টা বক্তব্য, কখন কোন দলে আছেন উনি নিজেই জানেন না, তাই ওঁর কথার জবাব দেওয়ার প্রশ্ন নেই। উপনির্বাচন ঘিরে সুজন চক্রবর্তী ও বাম তথা সংযুক্ত মোর্চার সমালোচনার জবাবে তিনি বলেন, “দিদিভাই মোদিভাই করতে করতে অস্তিত্বহীন হয়ে পড়েছেন সুজনদারা। ভগবান ওঁদের ক্ষমা করে দিন। ওঁরা জানেন না কী বলছেন।”

নির্বাচন কমিশনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে ফিরহাদ বলেন, একটা কেন্দ্রকে ছ’মাস প্রতিনিধিহীন রাখা অসংবিধানিক। স্বাস্থ্যসাথী কার্ড প্রসঙ্গে বলেন, করোনা পরিস্থিতিতে বহু স্বাস্থ্যকেন্দ্র পর্যাপ্ত পরিষেবা দিতে পারছে না। একশ্রেণির নার্সিংহোম মালিক অন্যান্য হেলথ ইনসিওরেন্স কার্ড থেকে বেশি মুনাফার লোভে স্বাস্থ্যসাথী কার্ডকে উপেক্ষা করছেন। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো যখন সম্পূর্ণভাবে কাজ শুরু করবে, যারা এখন স্বাস্থ্যসাথী কার্ডকে উপেক্ষা করছে তখন তারাও মর্যাদা দিতে বাধ্য হবে। বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার এদিন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তাঁর জীবনের শিক্ষক মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলেন, ধিক্কার ত্রিপুরার বিজেপি সরকারকে। ওখানে সাড়ে ১০ হাজার শিক্ষককে মেরে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন- ফের অধিকারী গড়ে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন ৫০ বিজেপি নেতা-কর্মী

advt 19

 

spot_img

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...