চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে নৃশংস ভাবে পিটিয়ে খুন 

চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ইলেকট্রিক খুটিতে বেঁধে বাঁশ ও লাঠি দিয়ে চলল বেধড়ক মারধর। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি গৌড় কলেজ সংলগ্ন ভারত পেট্রোল পাম্পের সামনে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। মোটর বাইক চোর সন্দেহে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে ব্যাপক মারধর চালায় বলে অভিযোগ সেখানকার কিছু মানুষের বিরুদ্ধে। যদিও খবর পেয়ে মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলবাড়ী ফাঁড়ির পুলিশ। এই বিষয়ে মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।