Sunday, November 9, 2025

বালুচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ তেহরিক-ই-তালিবানের, মৃত ৩, আহত ২০

Date:

রবিবার সাতসকালে বড়সড় বিস্ফোরণের(blast) ঘটনা ঘটল পাকিস্তানের বালুচিস্তানে(Balochistan)। ভয়াবহ এই আত্মঘাতী বিস্ফোরণে ৩ পাক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে, অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন। প্রাণঘাতী এই হামলা চালানো হয় বালুচিস্তানের কুয়েতা রোডের উপর অবস্থিত এক চেকপোষ্টে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে বালুচিস্তান কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি শুরু হয়েছে তদন্ত। এদিকে ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে নিয়েছে তেহরিক-ই-তালিবান(Tehorik e taliban) জঙ্গিগোষ্ঠী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে আত্মঘাতী হামলাকারী চেকপোষ্টে নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সির গাড়িতে নিজের মোটরসাইকেল দিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় ব্যাপক বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে এবং স্কোয়াড। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে এই হামলার দায় স্বীকার করে নিয়েছেন তেহরিক-ই-তালিবান জঙ্গিগোষ্ঠী। এই হামলার পিছনে তাদের মূল লক্ষ্য ছিল পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন:এবার নিপা ভাইরাসের হানা কেরলে, আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরের

উল্লেখ্য, যখন থেকে আফগানিস্তানে তালিবানের শক্তি বৃদ্ধি পেয়েছে, পাকিস্তানের মাটিতে তেহরিক-ই-তালিবানের হামলার ঘটনা বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই এই সংগঠনকে জঙ্গী সংগঠন হিসেবে ঘোষণা করে দিয়েছে পাক সরকার। পরিস্থিতি সামাল দিতে আফগানিস্তানে তালিবানেরও দারস্ত হয়েছে পাকিস্তান। যদিও আফগানিস্তানের তালিবান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পাকিস্তানের তেহরিক-ই-তালিবান সমস্যা পাকিস্তান নিজের মতো করে মেটাক। এদিকে তথ্য বলছে আফগানিস্তানের তালিবান রাজ যবে থেকে শুরু হয়েছে তারপর থেকে এখনো পর্যন্ত পাকিস্থানে ৫২ জন নিরাপত্তা রক্ষী আলাদা আলাদা হামলায় মারা গিয়েছে। আর এই সব ক’টি ঘটনার পেছনে তেহরিক-ই-তালিবানের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

 

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version