Monday, August 25, 2025

ভোল বদল অধীরের, ভবানীপুরে জোট প্রার্থীর সম্মতি চেয়ে AICC-কে প্রস্তাব প্রদেশ কংগ্রেসের

Date:

চাপ, কৌশল বা অন্য কোনও রাজনৈতিক বাধ্যবাধকতা, নিজের জায়গায় অটল থাকতে পারলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি (PCC President) অধীর রঞ্জন চৌধুরী(Adhir Chowdhury)। ভবানীপুর (Bhawanipur By Poll) নিয়ে নিজের ব্যক্তিগত অবস্থান বদল করতেই হলো তাঁকে। আজ, সোমবার বিধান ভবনে এক সাংবাদিক বৈঠকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কিছুটা “গোল গোল” করেই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলীয় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। দিল্লির AICC নেতৃত্বের কাছে জোটের প্রার্থী হিসেবে প্রস্তাব পাঠানোও হচ্ছে। ফলে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় পুণরায় ক্ষমতায় আসা একটি দল ও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার যে “নৈতিক” সিদ্ধান্ত আগে জানিয়েছিলেন, সেখান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন অধীরবাবু।

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, বাম-কংগ্রেস জোটের পক্ষ থেকে ভবানীপুরে প্রার্থী দিতে চান তাঁরা। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে AICC. তাঁর কথায়, ”বামেদের সঙ্গে জোটে লড়েছিলাম। ভবানীপুরেও জোট লড়াই করতে প্রস্তুত। সমস্ত বিষয়টি দিল্লিতে পাঠাচ্ছি। দিল্লি যে সিদ্ধান্ত নেবে, তা মান্যতা দিয়ে উপনির্বাচনে অংশ নেব।”

পাশাপাশি, মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে বাম প্রার্থীদের সমর্থন করবে কংগ্রেস। প্রচারে আমন্ত্রণ জানালে তাঁরা যাবেন বলেও জানান অধীর চৌধুরী। সামশেরগঞ্জে কংগ্রেসের দলীয় জৈদুর রহমান আগেই জানিয়ে দিয়েছেন, আসন্ন ভোটে তিনি ভোটে লড়বেন না। সেক্ষেত্রে জোট ধর্ম পালন করে কংগ্রেস শিবির বামেদের প্রার্থীকেই সমর্থন দেবে।

আরও পড়ুন- কুকুরের গলার বেল্ট দিয়ে স্ত্রীকে খুন! ব্যাঙ্ক আধিকারিকের কাণ্ডে তাজ্জব পুলিশও

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version