Friday, November 7, 2025

‘ধৈর্যর পরীক্ষা নেওয়া হচ্ছে’, ট্রাইবুনাল সংশোধনী আইন নিয়ে সুপ্রিম ভর্ৎসনার মুখে কেন্দ্র

Date:

ট্রাইব্যুনালের সংশোধনী আইন নিয়ে নির্মাণ কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করল দেশের শীর্ষ আদালত। কেন ট্রাইব্যুনালের ফাঁকা পদ পূরণ করায় গড়িমসি করা হচ্ছে তা কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফ। সোমবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, ‘বিধানের ভার্চুয়াল প্রতিলিপি আদালত কর্তৃক বাতিল করা হয়েছে।’

চলতি বাদল অধিবেশনের নয়া ট্রাইবুনাল আইন পাস করেছে মোদি সরকার। যেখানে কেন্দ্রের তরফে বিভিন্ন ট্রাইবুনালের চেয়ারম্যানের মেয়াদ কমানো হয়েছে। যা নিয়েই সমস্যার সূত্রপাত। সোমবার প্রধান বিচারপতি এনভি রামানা, ডিওয়াই চন্দ্রচূড় এবং এলএন রাওয়ের ডিভিশন বেঞ্চে এ দিন ট্রাইবুনাল মামলার শুনানি হয়। যেখানে কেন্দ্রকে রীতিমত ভর্ৎসনার সুরে প্রধান বিচারপতি বলেন, ‘আদালতের রায়ের প্রতি কোনও সম্মান দেখানো হচ্ছে না। আপনারা (কেন্দ্র) আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন! ট্রাইবুনালের সদস্য হিসাবে আপনারা বলেছেন কয়েকজনকে নিয়োগ করা হয়েছে। কতজন নিয়োগ করা হয়েছে?’ পাশাপাশি এদিন সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্রকে এক সপ্তাহ সময় দেওয়া হয়। জানানো হয়, এর মধ্যেই ট্রাইব্যুনালের প্রয়োজনীয় নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিতে হবে। এবং এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার।

আরও পড়ুন:তালিবানের জন্য ভারতে তেলের দাম বাড়ছে, আজব মন্তব্য করে বিতর্কে বিজেপি বিধায়ক

এদিনের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে কেন্দ্রের ভূমিকা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম বিচারপতি জানান, ‘এই অবস্থায় আমাদের হাতে তিনটি বিকল্প রয়েছে। প্রথমত, আমাদের আইনসভার কথা মেনে নিতে হবে। দ্বিতীয়ত, আমাদের সব ট্রাইবুনাল বন্ধ করে দিতে হবে ও সব ক্ষমতা হাইকোর্টকে দিতে হবে। তৃতীয়ত, সেখানে সদস্যদের নিয়োগ করতে হবে। আমাদের প্রস্তাব না মানলে সরকারের বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা হবে।’ যদিও কেন্দ্রীয় সরকারের ট্রাইবুনাল বন্ধ করার কোন অভিপ্রায় নেই বলে জানিয়েছেন তুষার মেহেতা।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে সংসদে পাস করা হয় নয়া ট্রাইবুনাল আইন, যা ১৩ অগস্ট রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে। এই আইনের বিভিন্ন বিধানের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সেই মামলার প্রেক্ষিতেই এ দিন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়। কেন্দ্রকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত।

 

Related articles

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...
Exit mobile version