Monday, November 3, 2025

বিশ্বভারতীর ৩ পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

Date:

বিশ্বভারতীর ৩ পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। ৩ পড়ুয়াকে আগামীকাল থেকেই ক্লাসে যোগদানের নির্দেশ।

আরও পড়ুন – বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতেই এবার হবে পিসিআর টেস্ট
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এদিন এই ঘটনার রায়ে জানিয়েছেন, ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩ পড়ুয়াকে বহিষ্কারের যে সিদ্ধান্ত নিয়েছে তা কার্যত লঘু পাপে গুরু দন্ডের সমান। তাঁরা এমন কোনও অপরাধ করেননি যে তাঁদের এই শাস্তি দিতে হবে। বহিষ্কার প্নেক বড় শাস্তি। তাই বহিষ্কারের এই সিদ্ধান্তের ওপর অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। উপাচার্য যদি নিজেকে আইনের উর্ধ্বে ভাবেন তাহলে তাঁকে আদালতই উচিত শিক্ষা দেবে। তবে পড়ুয়াদেরও বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের আন্দোলন প্রত্যাহার করতে হবে। আগামিকাল থেকেই বহিষ্কৃত ৩ পড়ুয়া সব ক্লাসে যোগ দিতে পারবে। অধ্যাপকদের মধ্যেও যারা সাসপেন্ড বা বহিষ্কার হয়েছেন তাঁরাও সুবিচারের জন্য আদালতে আবেদন করতে পারবেন। আদালত আশা করছে আদালতের পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বাইরে কোনও রকম বিক্ষোভ হবে না এবং অধ্যাপক এবং ছাত্ররা এ বিষয়ে আদালতের নির্দেশ মেনে চলবেন।

বিতর্কিত মন্তব্য ছাড়াও উপাচার্যের কাজকর্মের প্রতিবাদ করায় ১২ জন অধ্যাপক-অধ্যাপিকাকে আগেই সাসপেন্ড করেছিল বিশ্বভারতী। এছাড়াও অর্থনীতি এবং সংগীত বিভাগের মোট ৩ জন পড়ুয়াকে ৬ মাসের জন্য সাসপেন্ড করা হয়। পরবর্তীতে সাসপেনশনের মেয়াদ বাড়ানো হয়। সম্প্রতি তিন পড়ুয়াকে ৩ বছরের জন্য বহিষ্কার করে কর্তৃপক্ষ।

এর পর ২৭ অগস্ট থেকে বিক্ষোভে বসেছেন বিশ্বভারতীর পড়ুয়া থেকে অধ্যাপক, শিক্ষাকর্মীদের একাংশ। ছাত্রছাত্রীদের অভিযোগ দাবি না মানা পর্যন্ত প্রত্যাহার করা হবে না এই কর্মসূচি। বিতর্ক এতই চরমে ওঠে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে মামলা করা হয় হাইকোর্টে। বুধবার সেই মামলার  রায় দিল আদালত।

 

Related articles

ট্রেলারে ধাক্কা ট্রাভেলারের: রাজস্থানে একসঙ্গে মৃত ১৮ পুণার্থী

দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা যাত্রীবাহী ট্রাভেলারের। রাজস্থানের যোধপুরের (Jodhpur) কাছে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।...

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...
Exit mobile version