Wednesday, November 12, 2025

ফের বাড়ল সময়সীমা! কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা ফের একবার বাড়ানো হল। টানা তিনমাস বাড়িয়ে আয়কর দাখিলের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে বছরের শেষদিন। অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখ। এর মধ্যে দেশের সমস্ত নাগরিককে নিজেদের আয়কর রিটার্ন সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, এই নিয়ে দুবার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি পেল। এর আগে আয়কর দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল সেপ্টেম্বর মাসের 30 তারিখল পর্যন্ত। কোম্পানিগুলির জন্য অবশ্য এই সময়সীমা ছিল আরেকটু পিছনের দিকে। নভেম্বর মাসের মধ্যে তাদের আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করতেআ হত।
বৃহস্পতিবার দেশের ইনকাম ট্যাক্স দফতর থেকে জানানো হয়েছে, আয়কর দাখিলের যাবতীয় কাজ ডিসেম্বরের 31 তারিখের মধ্যে করতে হবে।

আরও পড়ুন – পুলিশকর্মীকে চড় মারার অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের
চলতি 2021-22 অর্থবর্ষের জন্য আয়কর দাখিলের পূর্বোক্ত সময়সীমা ছিল জুলাই মাসের 31 তারিখ। সেই সময়সীমা দু মাস বৃদ্ধি করে সেপ্টেম্বরের 30 তারিখ করা হয়েছিল। উল্লেখ্য, আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নয়া e-Portal বানানো হয়েছিল। নাগরিকদের কাজ সহজ করার জন্যেই নয়া এই e-Portal বানানো হয়। তবে যাত্রার প্রথমদিনেই বিচ্যুতি! নয়া পোর্টালে ট্যাক্স রিটার্ন জমা করতে গিয়ে সমস্যার মুখোমুখি হন অনেকেই। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে ( Nirmala Sitharaman) এর জরুরি তলব পড়ে ইনফোসিস সিইও এর। এছাড়াও করোনা অতিমারির ঝঞ্ঝাটের কারণেও বৃদ্ধি করা হয়েছিল সময়সীমা। নয়া পোর্টালের ঝামেলা অবশ্য এখনও মেটেনি। ট্যাক্স জমা দিতে গিয়ে এখনও সমস্যার মুখোমুখি হচ্ছেন নাগরিকেরা। অর্থমন্ত্রী ফের একবার তলব করেছেন বর্তমান ইনফোসিস চেয়ারপার্সনকে। এছাড়া কোভিডের তৃতীয় ওয়েভও আসতে পারে। সেই সমস্ত বিষয় মাথায় রেখেই সময়সীমা আরও তিনমাস বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।

 

 

Related articles

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...
Exit mobile version