Thursday, August 28, 2025

আফগানিস্তান ও কাশ্মীরের পরিস্থিতি একই, মোদি সরকারকে কটাক্ষ ওমর ফারুকের

Date:

মোদি সরকারকে ফের কটাক্ষ হুরিয়ত কনফারেন্সের নেতা মিরওয়াইজ ওমর ফারুকের। এক বিবৃতিতে ওমর বলেন, আফগানিস্তানের মতই একই পরিস্থিতি কাশ্মীরের। এ রাজ্যের মানুষও দীর্ঘদিন ধরে এক অস্থিতিশীল অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। আফগানিস্তানে মানুষও দীর্ঘদিন ধরে একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। এই অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে মুক্তি পেতে আফগান জনগণকে অনেক মূল্য চোকাত হয়েছে। আশা করা যায়, এবার তারা শান্তি পাবে। নিজেরাই নিজেদের ভবিষ্যত গড়ে তুলবে।

ফারুক আরও বলেন, বিদেশি শাসকের আমলে আফগানিস্তানের মানুষের কোনও স্বাধীনতা ছিল না। কাশ্মীরের মানুষেরও কোনও স্বাধীনতা নেই। তাদের যে বিশেষ মর্যাদা ছিল সেটুকু কেড়ে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কাশ্মীরের মানুষকেও লড়াই করেই নিজেদের অধিকার আদায় করতে হবে।

আরও পড়ুন-দিল্লির চাণক্যপুরীতে শুক্রবার সকাল থেকে বিক্ষোভ আফগানিস্তানিদের

আফগানিস্তান প্রসঙ্গে ফারুক আরও বলেন, তিনি আশা করছেন তালিবান সকলকে নিয়েই সরকার তৈরি করবে। সেই সরকারের আফগান নাগরিকদের মধ্যে কোন বৈষম্য করা হবে না। কারণ সকলেই জানেন, ইসলামে খুব স্পষ্ট করেই সাম্য, আর্থিক সততা, ধর্মীয় সহনশীলতার কথা বলা আছে। ইসলামি মূল্যবোধকে তালিবান অবশ্যই সম্মান দেবে বলে আমরা মনে করি। পাশাপাশি তারা আন্তর্জাতিক রীতিনীতির প্রতিও শ্রদ্ধা রাখবে। উল্লেখ্য, এর আগে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ফারুক আবদুল্লা তালিবানকে কার্যত সমর্থন করেন।

 

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version