Wednesday, August 27, 2025

দিল্লির নির্ভয়া স্মৃতি মুম্বইয়ে, ধর্ষণের পর মহিলার যৌনাঙ্গে রড ঢুকিয়ে অত্যাচার

Date:

দিল্লি নির্ভয়া(Nirbhaya) কাণ্ডের স্মৃতি এবার ফিরে এলো মুম্বইতে(Mumbai)। শহরের রাজপথে টেম্পোর ভিতর মহিলাকে ধর্ষণের(women harassment) পাশাপাশি নির্মম অত্যাচার চালানো হয়। ওই মহিলার গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লোহার রড। যদিও পুলিশি চেষ্টায় কোনমতে উদ্ধার করা হয় ওই মহিলাকে। ঘটনাটি ঘটেছে সাকি নাকা এলাকায়। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ(Police)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, টেম্পার ভিতর মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে রাত তিনটে নাগাদ স্থানীয়রা থানায় যোগাযোগ করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বছর ৩২-এর ওই মহিলার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মোহন চৌহান। ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করার পর বর্তমানে রাজওয়াড়ি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এরপরই এফআইআর দায়ের করা হয়।

আরও পড়ুন:দলীয় নির্দেশ উড়িয়ে বাবুল জানালেন, বিজেপির হয়ে প্রচার করব না

পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে ৪২ বছর বয়সী মোহিত চৌহানকে। তার বিরুদ্ধে ধর্ষণের পাশাপাশি খুনের চেষ্টার মামলাও রুজু করা হয়েছে। কিন্তু কেন ওই মহিলাকে এ ভাবে নৃশংস ধর্ষণের শিকার হতে হল, তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে ও যৌনাঙ্গে রড ঢুকিয়ে অকথ্য অত্যাচার করা হয়েছে।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version