Sunday, November 9, 2025

রাজনীতির ময়দান ছাড়িয়ে “খেলা হবে” স্লোগান এখন কর্পোরেট কর্তাদের মুখেও!

Date:

বাংলায় একুশের নির্বাচনে ঝড় তুলে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের ‘খেলা হবে’ (Khela Hobe) স্লোগান। প্রায় সব সভা-সমাবেশে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে এই স্লোগান শোনা যেত। দলনেত্রীর মুখ থেকে এই স্লোগান শুনে উজ্জীবিত হয়ে একই স্লোগান দিতেন দলের নেতা-কর্মী, সমর্থকরাও। নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ‘খেলা হবে’ স্লোগান বেশ অ্যাডভান্টেজ এনে দিয়েছিল জোড়াফুল শিবিরকে। পাশাপাশি ১৬ অগাস্ট রাজ্যে পালিত হয়েছে ‘খেলা হবে’ দিবসও। তৃণমূলের সৌজন্যে রাজ্যের গণ্ডি পেরিয়ে এখন জাতীয় রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছে এই স্লোগান। অসম, ত্রিপুরা থেকে উত্তরপ্রদেশের অলিতে-গলিতেও শোনা যাচ্ছে ‘খেলা হবে।’ এবার সেই বিখ্যাত ‘খেলা হবে’ স্লোগান লিখে ফেসবুকে পোস্ট করলেন এয়ারটেল-এর সিইও অজয় চিতকারা (Ajay Chitkara)।

মুকেশ আম্বানীর সংস্থা জিও-র সঙ্গে পাল্লা দিতে ডেটা যুদ্ধে নেমে পড়েছে এয়ারটেল (Airtel)। লক্ষ্য গ্রাহকদের হাইস্পিড ইন্টারনেট পরিষেবা প্রদান। সেই লক্ষ্যেই কলকাতার সেক্টর ৫-এ দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম বড় ডেটা সেন্টার তৈরি করা হচ্ছে। যা শুধু ভারত নয়, সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর প্রয়োজনও মেটাবে। কোম্পানীর নতুন প্রজেক্ট নিয়ে আনন্দ-উত্তেজনা ধরে রাখতে পারছেন না সংস্থার সিইও অজয় চিতকারা (Ajay Chitkara)৷ তাঁর উত্তেজনা ধরা পড়ল ফেসবুক পোস্টেও। দীর্ঘ পোস্টেরই শেষে তিনি লিখলেন, ‘in nutshell, it’s an amazing trip… Khela hobe’। এয়ারটেল সিইও-র পোস্টের ওই অংশটুকু নজর কেড়েছে সবার।

আরও পড়ুন- স্বামীর Work-From-Home এ অতিষ্ঠ স্ত্রী! বিয়ে বাঁচানোর জন্য সংস্থার কর্তাকে চিঠি

 

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...
Exit mobile version