Tuesday, November 11, 2025

বাংলো রাজনীতি: পুলিশ খালি করল মুকুলের বাড়ি, যোগেনকে মোটা জরিমানা, ছাড় পেলেন দীনেশ

Date:

  • পুলিশ ডেকে প্রাক্তন সাংসদ মুকুল রায়ের বাড়ি খালি করে দিলো পুলিশ। রাজ্যসভার আরেক প্রাক্তন সাংসদ যোগেন চৌধুরীরকে জরিমানা ১৬ লক্ষ টাকা। প্রথমে দোলা সেন ও পরে সুখেন্দুশেখর রায় রাজ্যসভার সচিবালয়ে চিঠি দেন। ওই বাংলো হাতে রাখতে ভাড়াও নিতে চেয়েছিল তৃণমূল। কিন্তু তাতে কাজ হয়নি। নোটিশ পাঠানোর পর এবার পুলিশ ডেকেে খালি করে দেওয়া হল মুকুল রায়ের ফ্ল্যাট।
  • ২০২০ সালের ২ এপ্রিল রাজ্যসভায় তাঁর ৬ বছরের মেয়াদ শেষ হয় যোগেন চৌধুরীর। কিন্তু করোনা মহামারি, শারীরিক সমস্যা, কলকাতা-দিল্লি বিমান বন্ধ থাকায় তখন সশরীরে দিল্লি গিয়ে বাড়ি সারেন্ডার করতে পারেননি তিনি। হাজার অনুরোধ করেও ছাড় পেলেন না তৃণমূলের চিত্রশিল্পী প্রাক্তন সাংসদ। আর মেয়াদ শেষের তিন মাস পর থেকেই তাঁর নামে থাকা সি-৭০২ স্বর্ণজয়ন্তী সদনের বাংলোর উপর চাপে ভাড়া, ৫৫ হাজার টাকা। এক মাস পর থেকেই চাপতে থাকে ড্যামেজ চার্জও। জমতে জমতে যার মোট অঙ্ক দাঁড়ায় ১৫ লক্ষ ৮১ হাজার ৮২৩ টাকা। রাজ্যসভার হাউস কমিটির চেয়ারম্যানকে চিঠি লিখেও কোনও কাজ হয়নি বলে জানান যোগেনবাবু। তিনি টাকা মিটিয়ে দিয়েছেন। অথচ, গত ১২ ফেব্রুয়ারি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেও আগামী ডিসেম্বর পর্যন্ত তাঁকে নামমাত্র ভাড়ায় থাকতে দেওয়া হচ্ছে বাংলোতে। কোনও এক অজানা কারণে কংগ্রেসের গুলাম নবি আজাদও ছাড় পাচ্ছেন। তাঁর মেয়াদ গত ১৫ ফেব্রুয়ারি শেষ হলেও ভাড়া দিয়ে থাকতে পারবেন ডিসেম্বর পর্যন্ত।

 

আর এখানেই মোদি সরকারের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন উঠছে। কেন্দ্রে বিরোধী হওয়ায় কিছু প্রাক্তন সংসদের বাংলা খালি করতে বলা হচ্ছে, আর তাদের ছত্রছায়ায় থাকারা ছাড় পাচ্ছেন। কেন এমন পক্ষপাতমূলক আচরণ?

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version