Tuesday, November 11, 2025

কালীঘাটে পুজো-তথাগত রায়ের আশীর্বাদ-হেস্টিংসে বৈঠক সেরে প্রচারে নামলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল

Date:

নজরে ভবানীপুর। ভবানীপুর আসনে উপনির্বাচনে তিন আইনজীবীর ‘লড়াই’। মমতা বন্দ্যোপাধ্যায়-প্রিয়াঙ্কা টিব্রেওয়াল-শ্রীজীব বিশ্বাস। সেই কারণে সকাল থেকে জোরকদমে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। প্রচারের আগে তথাগত রায়ের বাড়িতে যান প্রিয়াঙ্কা। দলের প্রবীণ নেতার আশীর্বাদ চাইতেই এদিন তাঁর বাড়ি যান প্রিয়াঙ্কা। এমনই জানান বিজেপি নেতা। ভবানীপুর উপনির্বাচনে জয় কামনা করে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে শুভেচ্ছা জানান তথাগত রায়।

এদিন প্রিয়াঙ্কা বলেন,‘আমার এখনও মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। মনুষ্যত্ব বাঁচানোর জন্যই আমি এই লড়াইয়ে নেমেছি। আমার এই লড়াইটা শুধু বিধায়ক হওয়ার লড়াই নয়, বাংলার মানুষকে বাঁচানোর লড়াই। তাই মনুষ্যত্ব বাঁচাতে আমি ভোট চাইব’। এর পাল্টা জবাব দিয়ে তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের আশীর্বাদে এবার কম করে লক্ষাধিক ভোটে জয়ী হবেন। পৃথিবীর কারোর ক্ষমতা নেই আটকানোর।

আরও পড়ুন-বিরোধী দলনেতাকে এজেন্সি তলব করছে না কেন? প্রশ্ন সূর্যকান্তের

এদিন হেস্টিংসে বিজেপির অফিসে বৈঠকের পর কালীঘাট মন্দিরে আসনে বিজেপির আইনজীবী প্রার্থী প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসন থেকে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন। যদিও তিনি হেরে গিয়েছিলেন। কালীঘাট মন্দিরে পৌঁছে প্রিয়ঙ্কা বলেন, মায়ের আশীর্বাদ নিয়েই চলতে হয়। মায়ের আশীর্বাদ নিতেই এখানে এসেছি।

প্রিয়াঙ্কা বলেন, এন্টালিতে বাড়ি বাড়ি প্রচার করেছি। এখানেও বাড়ি বাড়ি প্রচার করব। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এন্টালি আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন প্রিয়াঙ্কা। তবে হেরে গিয়েছিলেন।

শনিবার ভবানীপুরে উপনির্বাচনে রণকৌশল নির্ধারণে বিজেপির বৈঠক হয়। হেস্টিংসে হয় এই দলীয় বৈঠক। বৈঠকে ছিলেন অর্জুন সিং, জ্যোতির্ময় মাহাতো, সৌমিত্র খাঁ। এদিন প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে নিয়ে বৈঠক করেন নেতারা।

 

Related articles

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ...

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...

অঙ্গ দান-প্রতিস্থাপনে বিপ্লব আসছে রাজ্যে! হার্ট-লিভার-কিডনি ব্যাঙ্কের পরিকল্পনা: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে আরও অর্গ্যান ব্যাঙ্ক তৈরি হোক। চান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banarjee)। মঙ্গলবার, ভ্রাম্যমাণ...
Exit mobile version