শিকাগো বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের বক্তব্যের বর্ষপূর্তিতে বার্তা মুখ্যমন্ত্রীর

১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর বিশ্ব ধর্ম মহাসভায় আমেরিকার(America) শিকাগোতে দাঁড়িয়ে বিশ্ববাসীকে স্বামী বিবেকানন্দ(Swami Vivekananda) চিনতে শিখিয়েছিলেন হিন্দু ধর্মকে(Hinduism)। সেই বক্তৃতায় আমেরিকা তো বটেই গোটা বিশ্বের মন জয় করেছিলেন বাঙালির অতি কাছের স্বামী বিবেকানন্দ। শিকাগোর সেই বক্তৃতার বর্ষপূর্তি আজ। বর্ষপূর্তি উপলক্ষে এদিন সোশ্যাল মিডিয়াতে বিশেষ বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

আরও পড়ুন:ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী এন্টালির “গো-হারা” প্রিয়াঙ্কা! তুঙ্গে বিজেপির অন্তর্দ্বন্দ্ব

শিকাগোর সম্মেলনে স্বামীজীর বক্তব্যের মূল ধারণা ছিল সাম্প্রদায়িকতা, গোঁড়ামি ও এগুলির ভয়াবহ ফলস্বরূপ ধর্মোন্মত্ততা সুন্দর পৃথিবীকে অনেকদিন ধরেই অধিকার করে রেখেছে । পৃথিবী হিংসায় পূর্ণ হচ্ছে, সভ্যতা ধ্বংস করেছে এবং সমগ্র জাতিকে হতাশায় মগ্ন করেছে। স্বামী বিবেকানন্দের এদিনের এই মহা সম্মেলনের ঐতিহাসিক দিনের বর্ষপূর্তিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। স্বামীজির প্রতি সম্মান প্রদান করে এদিন তিনি লেখেন তাঁর সৌভাতৃত্ববোধ, সহ্যক্ষমতা আজও বহু মানুষের জীবনে চলার পথের দিশারী।

advt 19

 

Previous articleদুর্গারূপী মুখ্যমন্ত্রীর কোলে গণেশ, মালদহের জাগরণ সংঘের অভিনব গণেশ পুজো 
Next articleডানকুনিতে ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন