Tuesday, November 4, 2025

ভবানীপুর উপনির্বাচন: বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার সম্পত্তির পরিমাণ কত জানেন?

Date:

আসন্ন ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন দলের যুবনেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। পেশায় প্রিয়াঙ্কা একজন আইনজীবী। আর আগেও তিনি বিধানসভা ভোটে লড়েছেন। একুশের হাইভোল্টেজ নির্বাচনে প্রিয়াঙ্কা এন্টালি কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে লড়েছিলেন। এবং বিপুল ভোটে হেরেছিলেন। এবার ভবানীপুরে যখন কেউ প্রার্থী হতে রাজি হচ্ছেন না, ঠিক তখনই প্রিয়াঙ্কাকে বাঘের মুখে ঠেলে দিয়েছেন দিলীপ ঘোষরা।

আজ, সোমবার করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ঢাক-ঢোল পিটিয়ে নাচানাচি করে কর্মী-সমর্থদের হইহুল্লোড়ের মধ্য দিয়ে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা মনোনয়ন জমা দিয়েছেন। অথচ, এই বিজেপি করোনার অজুহাত তুলে উপনির্বাচন ভন্ডুল করতে চেয়েছিল।

আরও পড়ুন-বিধানসভার অসম্মানের অভিযোগ: CBI-ED-র ২ আধিকারিককে তলব অধ্যক্ষের

এদিকে, মনোনয়ন জমা দেওয়ার পর হলফনামায় প্রত্যেক প্রার্থীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির কথা ঘোষণা করতে হয়। বিজেপি প্রার্থীও তা করেছেন। যদিও সম্পত্তির সেই চিত্র এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনেও কলকাতার এন্টালি কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই সময়ে নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামা বলছে, প্রিয়ঙ্কার সর্বমোট সম্পদের আর্থিক পরিমাণ সাড়ে ৩ কোটি টাকারও বেশি।

সাড়ে পাঁচ মাস আগে গত ৩ এপ্রিল বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমার সময়ে তৎকালীন এন্টালির বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা হলফনামা দিয়ে জানিয়েছিলেন, তাঁর মোট সম্পত্তি ৩ কোটি ৫২ লাখ ৮১ হাজার ৮৭৯ টাকা। আর দেনার পরিমাণ ৬৫ লাখ ৭০ হাজার ২১০ টাকা। প্রিয়াঙ্কা টিবরেওয়াল গত বিধানসভা নির্বাচনের সময়ে যে ঘোষণা করেছিলেন তাতে, নিয়ম অনুযায়ী প্রিয়ঙ্কার স্বামী আদিত্যকুমার টিবরেওয়ালের সম্পত্তিও যুক্ত রয়েছে। যেখানে দেখানো হয়েছিল পারিবারিক সম্পত্তির হিসাবও। তাতে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ বলা হয়েছিল ২ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৫১৬ টাকা। আর স্থাবর সম্পত্তির সর্বমোট পরিমাণ ১ কোটি ৬০ লাখ টাকার। যদিও ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী সোমবার মনোনয়নের সময় তাঁর হলফনামায় যে সম্পত্তির উল্লেখ করেছেন, সেটা এখনও জানা যায়নি।

 

Related articles

ফের SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগ, চাঞ্চল্য কান্দিতে

উলুবেড়িয়ার পরে কান্দি (Kandi)। ফের SIR আতঙ্কের বলি মুর্শিদাবাদের কান্দির এক ব্যক্তি। নিজের বাড়ি এমনকী দেশ ছেড়ে চলে...

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...
Exit mobile version