Sunday, November 9, 2025

ভবানীপুর উপনির্বাচন: বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার সম্পত্তির পরিমাণ কত জানেন?

Date:

আসন্ন ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন দলের যুবনেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। পেশায় প্রিয়াঙ্কা একজন আইনজীবী। আর আগেও তিনি বিধানসভা ভোটে লড়েছেন। একুশের হাইভোল্টেজ নির্বাচনে প্রিয়াঙ্কা এন্টালি কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে লড়েছিলেন। এবং বিপুল ভোটে হেরেছিলেন। এবার ভবানীপুরে যখন কেউ প্রার্থী হতে রাজি হচ্ছেন না, ঠিক তখনই প্রিয়াঙ্কাকে বাঘের মুখে ঠেলে দিয়েছেন দিলীপ ঘোষরা।

আজ, সোমবার করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ঢাক-ঢোল পিটিয়ে নাচানাচি করে কর্মী-সমর্থদের হইহুল্লোড়ের মধ্য দিয়ে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা মনোনয়ন জমা দিয়েছেন। অথচ, এই বিজেপি করোনার অজুহাত তুলে উপনির্বাচন ভন্ডুল করতে চেয়েছিল।

আরও পড়ুন-বিধানসভার অসম্মানের অভিযোগ: CBI-ED-র ২ আধিকারিককে তলব অধ্যক্ষের

এদিকে, মনোনয়ন জমা দেওয়ার পর হলফনামায় প্রত্যেক প্রার্থীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির কথা ঘোষণা করতে হয়। বিজেপি প্রার্থীও তা করেছেন। যদিও সম্পত্তির সেই চিত্র এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনেও কলকাতার এন্টালি কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই সময়ে নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামা বলছে, প্রিয়ঙ্কার সর্বমোট সম্পদের আর্থিক পরিমাণ সাড়ে ৩ কোটি টাকারও বেশি।

সাড়ে পাঁচ মাস আগে গত ৩ এপ্রিল বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমার সময়ে তৎকালীন এন্টালির বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা হলফনামা দিয়ে জানিয়েছিলেন, তাঁর মোট সম্পত্তি ৩ কোটি ৫২ লাখ ৮১ হাজার ৮৭৯ টাকা। আর দেনার পরিমাণ ৬৫ লাখ ৭০ হাজার ২১০ টাকা। প্রিয়াঙ্কা টিবরেওয়াল গত বিধানসভা নির্বাচনের সময়ে যে ঘোষণা করেছিলেন তাতে, নিয়ম অনুযায়ী প্রিয়ঙ্কার স্বামী আদিত্যকুমার টিবরেওয়ালের সম্পত্তিও যুক্ত রয়েছে। যেখানে দেখানো হয়েছিল পারিবারিক সম্পত্তির হিসাবও। তাতে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ বলা হয়েছিল ২ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৫১৬ টাকা। আর স্থাবর সম্পত্তির সর্বমোট পরিমাণ ১ কোটি ৬০ লাখ টাকার। যদিও ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী সোমবার মনোনয়নের সময় তাঁর হলফনামায় যে সম্পত্তির উল্লেখ করেছেন, সেটা এখনও জানা যায়নি।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version