Monday, August 25, 2025

বিজ্ঞাপন বিতর্ক: উন্নয়নে উত্তরপ্রদেশের সঙ্গে বাংলার তুলনা টেনে যোগীকে খোঁচা ডেরেকের

Date:

পশ্চিমবঙ্গের(West Bengal) উন্নয়নের ছবি চুরি করে নিজেদের উন্নয়ন বলে দাবি করেছিলেন উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(YogiAdityanath)। সেই ঘটনায় যোগী সরকারের মিথ্যাচারিতা নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো ট্রোলড যোগী। এই ইস্যুকে হাতিয়ার করেই সোমবার রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন একটি ছবি টুইট করে সরাসরি যোগী সরকার খোঁচা দিলেন। রীতিমতো পরিসংখ্যান দিয়ে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি।

আরও পড়ুন:আইকোর মামলা: শিল্পভবনে গিয়ে পার্থকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন তার ওই টুইট বার্তায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উল্লেখ করে বলেন,”প্রিয় ইউপি মুখ্যমন্ত্রী অজয় বিস্ট, গতকাল আপনার পুরো পৃষ্ঠার বিজ্ঞাপনটি সুপার হিট হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর দিক দিয়ে চিন্তা করে আগামী দিনে আরও ভাল কিছু বিজ্ঞাপনের জন্য আপনার সাথে বেশ কিছু উপাদান শেয়ার করলাম।” বলেই সেখানে তিনি পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশের। বেশ কয়েকটি ক্ষেত্রে উন্নয়নের চিত্রটি স্পষ্ট করে তুলে ধরেছেন। যা থেকে পরিষ্কার বিজেপি শাসিত দেশের সবথেকে বড় রাজ্য এখনো উন্নয়নের ক্ষেত্রে প্রায় সব দিক থেকেই পশ্চিমবঙ্গের থেকে অনেক পিছিয়ে আছে। এমনকি সেই পরিসংখ্যানেই স্পষ্টভাবে উল্লেখ আছে, কলকাতা হলো বসবাসের জন্য সব থেকে সুরক্ষিত বা নিরাপদ শহর। অন্যদিকে সে দিক থেকে উত্তরপ্রদেশে অপরাধের মাত্রা সবথেকে বেশি এমনকি সংখ্যালঘু জাতি এবং মহিলারা সবথেকে বেশি অসুরক্ষিত সেখানে।

প্রসঙ্গত, এর আগে তৃণমূলের আরটিআই বিশেষজ্ঞ সাকেত গোখলে গতকালের বিজ্ঞাপনের বিরুদ্ধে একটি আরটিআই করেছেন যোগী সরকারের বিরুদ্ধে, যদিও এখনও পর্যন্ত তার কোনো উত্তর দেয়নি যোগী আদিত্যনাথের সরকার।

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version