Saturday, November 8, 2025

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অস্কার ফার্নান্ডেজ, টুইটে শোকপ্রকাশ মমতার

Date:

প্রয়াত হলেন দেশের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস(Congress) নেতা অস্কার ফার্নান্ডেজ(Oscar Fernandez)। সোমবার কর্নাটকের(Karnatak) ম্যাঙ্গালুরুতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।প্রয়াত হলেন দেশের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস(Congress) নেতা অস্কার ফার্নান্ডেজ(Oscar Fernandez)। সোমবার কর্নাটকের(Karnatak) ম্যাঙ্গালুরুতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এদিন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের রাজনৈতিক মহল।

জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে নিজের বাড়িতে যোগ ব্যায়াম করতে গিয়ে পড়ে যান ফার্নান্ডেজ। আঘাত বেশ গুরুতর ছিল মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচার করা হয় তাঁর। সম্প্রতি আইসিইউতে(ICU) ভর্তি করা হয় তাঁকে। তবে পরিস্থিতি খারাপ দিকে যেতে থাকে ক্রমশ। শেষ পর্যন্ত সোমবার প্রয়াত হন প্রবীণ এই রাজনীতিবিদ। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন অস্কার ফার্নান্ডেজ। ১৯৮০ সালে কর্নাটকের উদুপি আসন থেকে লোকসভায় নির্বাচিত হন তিনি। একই আসন থেকে ১৯৮৪, ১৯৮৯, ১৯৯১ এবং ১৯৯৬ সালে পুনরায় লোকসভায় সদস্য হন কংগ্রেস অন্ত প্রাণ এই নেতা। ১৯৯৮ ও ২০০৪ -এ সালে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন ফার্নান্ডেজ। দীর্ঘ সময় ইউপিএ সরকারের আমলে সড়ক পরিবহন মন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি।

আরও পড়ুন:প্ররোচনায় পা নয়: অভিষেকের নির্দেশ আগরতলায় মহামিছিলের দিন বদল তৃণমূলের

এদিন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল, দলের প্রাক্তন সাধারণ সম্পাদক বি কে হরিপ্রসাদ। পাশাপাশি শোক প্রকাশ করেছেন আরেক বর্ষীয়ান নেতা বীরাপ্পা মইলি সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা।

 

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version