পুজোর আগেই সুখবর, ফের বাড়ানো হচ্ছে মেট্রো

0
1

পুজোর আগেই সুখবর। ফের বাড়ানো হচ্ছে মেট্রো। করোনার তৃতীয় ঢেউ এড়াতে  আগামী বুধবার থেকে চালু হচ্ছে আরও ১০ টি মেট্রো রেল। সোমবার রেল কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে চলবে বাড়তি মেট্রো গুলি। সোম থেকে শুক্রবার পর্যন্ত   সকাল ও সন্ধে ৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা চালু থাকবে।
এতদিন পর্যন্ত ২৪৬ টি মেট্রো চলত আপ-ডাউন মিলিয়ে। তা বেড়ে মোট ২৫৬ টি করা হল। সব মিলিয়ে সোম থেকে শুক্র পর্যন্ত ২৫৬ টি মেট্রো চালানো হবে।  ১২৮ টি আপে এবং ১২৮ টি ডাউনে।  সকাল ৭ টা ৩০ মিনিটে দক্ষিণেশ্বর,  দমদম ও কবি সুভাষ থেকে মিলবে এই পরিষেবা। দমদম ও  কবি সুভাষ থেকে শেষ মেট্রো মিলবে রাত ৯ টা ৩০ মিনিটে। কবি সুভাষগামী শেষ মেট্রো দক্ষিণেশ্বর স্টেশন ছাড়বে রাত ৯ টা ১৮ মিনিটে।