Saturday, August 23, 2025

শিশুদের মধ্যে ফাইলেরিয়া রোগ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হল মালদহে

Date:

ফাইলেরিয়া রোগ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হল মালদহ শহরের বুড়াবুড়ি তলা মালদহ অ্যাক্যাডেমি হাই স্কুল। শহরের শিশুদের মধ্যে এ রোগ যাতে না ছড়ায় তারই উদ্যোগে এই কর্মসূচি। মূলত ছয় থেকে সাত বছর বয়সী শিশুদের রক্ত পরীক্ষার মাধ্যমে এ রোগ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোগ নির্ণয় শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলা ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ অমিতাভও মন্ডল সহ জেলা স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিকরা। রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে জেলায় ফাইলেরিয়া রোগ নির্মূল করতে তিন বছর ধরে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিন বছর ধরে মালদহ জেলায় শিশুদের মধ্যে এ রোগ নির্ণয়ের সার্ভে করা হচ্ছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে গত দুই বছর যে পরীক্ষা করা হয়েছে তা অনেকটাই স্বাভাবিক। এই বছরেও শিশুদের মধ্যে পজিটিভ সংখ্যা কম হলে মালদহ জেলায় ফাইলেরিয়া রোগ আগামীতে কম হবে বলে জানান জেলার স্বাস্থ্য দফতরের কর্তারা। ফাইলেরিয়া মূলত মশাবাহিত রোগ। মশার কামড় থেকেই এই রোগ ছড়িয়ে পড়ে। শিশু বয়সে কোন শিশু এ রোগে আক্রান্ত হলে বয়স বাড়ার সাথে সাথে তার প্রভাব বেশি হয়। গোদ রোগের আক্রান্ত হয় বড় হলে। তাই শিশু বয়সেই এ রোগ নির্ণয় নিয়ে শিবির করা হয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। মালদহ শহরে ২ দিন ব্যাপী চলবে এই রোগ নির্ণয় কর্মসূচি। মালদহ জেলার প্রতিটি ব্ল ক সহ পুরাতন মালদহ শহরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে ।

 

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version