কলকাতাতেও ভাইরাল নিউমোনিয়ার প্রকোপে হাসপাতালে ভর্তি ২০ জন শিশু

জলপাইগুড়ির পর এবার জ্বর,সর্দি, পেটখারাপ নিয়েও কলকাতায় হাসপাতালগুলিতেও ভর্তি হচ্ছে শিশুরা। পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি ২০ জন শিশু। এদের ৮ জন ভর্তি আইসিইউতে। অসুস্থদের সবাই ডেঙ্গি, ম্যালেরিয়া ,করোনা নেগেটিভ হলেও তাদের মধ্যে ভাইরাল নিউমোনিয়াতে আক্রান্তের সংখ্যা বেশি।

আরও পড়ুন:পরপর তিনদিন নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ, উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃত্যু

এ বিষয়ে চিকিৎসকেরা জানিয়েছেন, শীতের মরশুম শুরুর আগে বা শেষে শিশুদের মধ্যে এই প্রবণতা প্রতি বছরই দেখা যায়।গত ৩-৫ সপ্তাহে এই ভাইরাল নিউমোনিয়ার প্রার্দুভাব আরও বেড়েছে। বাচ্চারা ভাইরালে আক্রান্ত হচ্ছে। চিকিৎসকের মতে বাড়ির বড়দের থেকেই শিশুদের মধ্যে এই সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে তাঁদের মাস্ক পড়ার পরামর্শ দেন তিনি।