Sunday, August 24, 2025

করোনা আবহে বিশ্বকর্মা পুজো কমেছে , মাথায় হাত মৃৎশিল্পীদের

Date:

দু’বছর ধরে সমস্যায় মৃৎশিল্পীরা। করোনা আবহে ময়নাগুড়ির মৃৎশিল্পীদের অনেকেরই মাথায় হাত পড়েছে। আর দুদিন পরেই বিশ্বকর্মা পুজো।  অন্যান্য বছরগুলিতে এই সময় জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং ময়নাগুড়ির পালপাড়া সহ জেলার বিভিন্ন এলাকায় মৃৎশিল্পীদের চরম ব্যস্ততা লক্ষ্য করা গেলেও এবারে তার উল্টো চিত্র। বায়না না হওয়ায় , মুখ চেয়ে বসেই বসেই দিন কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। প্রতি বছর প্রায় ১০০ থেকে ১৫০ বিশ্বকর্মা  তৈরি হয় । কিন্তু এবার করোনা আবহে মূর্তি গড়েছেন মাত্র মাত্র ৩৫ থেকে ৪০টি। যে কটি বানিয়েছেন তারও বেশির ভাগই বায়না হয়নি। ফলে দুশ্চিন্তার ভাঁজ তাদের কপালে। বেশিরভাগ বিগ বাজেটের বিশ্বকর্মা

পুজো ছোট করে হচ্ছে। প্রতিবছর বিশ্বকর্মা পুজোর প্রায় ৩ থেকে ৪ মাস আগে কাজ শুরু হতো। এবার সেখানে মাত্র কয়েকদিন আগেই কাজ শুরু করেছেন মৃৎশিল্পীরা। ১০থেকে ১২ ফুট উচ্চতার

বিশ্বকর্মা দাম ছিল ২০০০ থেকে প্রায় ৫০০০ টাকা। এবছর ঠাকুরের উচ্চতা কমে গিয়ে ৩-৪ ফুট হয়েছে, যার ফলে দামও কমে গিয়ে ৯০০-১০০০ টাকার মধ্যেই রয়েছে। করোনা আবহে মৃৎশিল্পীদের প্রতিমা বায়না না হওয়ায় মাথায় হাত পড়লেও এখনও আশায় বুক বাঁধছেন মৃৎশিল্পীরা।

এই নিয়ে ময়নাগুড়ির পুরানো মৃৎশিল্পী সুধির পাল বলেন, ” হাতে গোনা মাত্র কয়েকদিন তারপরেই বিশ্বকর্মা পজো। কিন্তু এখনও অনেক ঠাকুর বায়না হয়নি। সমস্ত পূজা ছোট করে করা হচ্ছে। ধার দেনা করে প্রতিমা তৈরি করছিলাম, বিক্রি না হলে পথে বসতে হবে।

 

 

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version