Sunday, November 9, 2025

গত সপ্তাহে আফগানিস্তানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে তালিবান। তবে আফগানিস্তান এখনও যুদ্ধ বিধ্বস্ত। এই অবস্থায় আফগানিস্তানের সাহায্যে এগিয়ে আসার জন্য আবেদন করেছে রাষ্ট্রসংঘ। এরপরেই সোমবার গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে আমেরিকা। আফগানিস্তানের মানুষকে আর্থিক সুবিধা দিতে এই সাহায্যের ঘোষণা করেছে আমেরিকা। ৬৪ মিলিয়ন ডলার সাহায্য ঘোষণা করেছে আমেরিকা।

জানা গিয়েছে, মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থম্পসন এই অর্থনৈতিক সাহায্যকে মানবিক সাহায্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি রাষ্ট্রসংঘে জানিয়েছেন, আফগানিস্তানের পরিস্থিতি গুরুতর। এমন পরিস্থিতিতে আমেরিকা মানবিক মূল্যবোধের কথা মাথায় রেখে সহায়তার জন্য ৬৪ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রতি দিয়েছে।আমেরিকার আগে চিন সরকারও আফগানিস্তানের জন্য সাহায্য ঘোষণা করেছিল। চিন ৩১ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য ঘোষণা করেছিল। এর মধ্যে রয়েছে খাবার সরবরাহ ও করোনা ভ্যাকসিন।

রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতারেস বৈঠকে অংশগ্রহণকারীদের আফগানিস্তানের মানুষদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে, তিনি তালিবানের উদ্দেশে বলেন, যাতে সাহায্য করার অনুমতি দেওয়া হয়। তবে এব্যাপারে তালিবানের তরফে এখনও কিছু জানানো হয় নি।
চিন শুরু থেকেই তালিবানের ব্যাপারে ইতিবাচক সুর বজায় রেখেছে। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই সম্প্রতি মার্কিন বিদেশসচিব অ্যান্টিন ব্লিঙ্কেনকে ফোনালাপে বলেছেন, আন্তর্জাতিক মঞ্চের উচিত তালিবানের সঙ্গে কথা বলে তাদের ‘ইতিবাচক ভাবে’ পথ দেখানো।

এর আগে কাবুলের তখতে তালিবান বসতেই বেজিং সরাসরি তালিবানকে সমর্থন জানিয়েছিল।

 

 

Related articles

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...
Exit mobile version