Saturday, August 23, 2025

বেনজির: ভবানীপুরে উপনির্বাচনেও কমপক্ষে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Date:

উপনির্বাচনেও বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী! দেশের ইতিহাসে বোধহয় এই প্রথম ঘটছে এই ঘটনা। ৩০ সেপ্টেম্বর ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে উপনির্বাচন। এছাড়া মুর্শিদাবাদের (Murshidabad) দুটি কেন্দ্রে বিধানসভা নির্বাচন। আর এর জন্য 54 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়। অর্থাৎ কেন্দ্র পিছু ২৬০০ সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। ইতিমধ্যেই ভবানীপুর পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁরা রুটমার্চ করেছেন।

কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি উপনির্বাচনের জন্য এত কোম্পানি কেন? এর আগে দেশের কোথাও উপনির্বাচনের জন্য এত কোম্পানি পাঠানো হয়েছে বলে নজির খুঁজে পাওয়া যাচ্ছে না। ভবানীপুর কেন্দ্র বলেই কি এত তৎপরতা? তাহলে কি তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সর্বভারতীয় ক্ষেত্রে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা বৃদ্ধিই বিজেপি (Bjp) সরকারের মনে আশঙ্কার পারদ বাড়াচ্ছে? যার জেরে তাঁর কেন্দ্রে উপনির্বাচনেও ২৬ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন! প্রশ্ন সব মহলে।

একইসঙ্গে প্রশ্ন উঠেছে, যেখানে সামনে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, সেখানে ৮ থেকে ৯ হাজার সেনা জওয়ান ভিন রাজ্য থেকে বাংলায় এলে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এমনটা মনে করছেন বিশেষজ্ঞরাও। এক্ষেত্রে তাঁদের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে কি না তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। কিন্তু সেটা সম্ভব নয় বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন- ৬৮ বছর পর এয়ার ইন্ডিয়া ফিরে পেতে দরপত্র জমা দিল টাটা সন্স

 

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version