Sunday, August 24, 2025

খায়রুল আলম , ঢাকা

এক দিনে আরও ৩৫ জনের মৃত্যু। দেশে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের মোট সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে গেল। গত ২৯ অগাস্ট দেশে করোনাভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা ২৬ হাজারের মাইলফলক পেরিয়ে গিয়েছিল। ১৬ দিনে মৃতের তালিকায় যুক্ত হল আরও এক হাজার নাম।

তবে সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে এসেছে। মৃতের মোট সংখ্যা ২৫ হাজার থেকে ২৬ হাজারে পৌঁছাতে সময় লেগেছিল নয় দিন। তার আগে ২৪ হাজার থেকে ২৫ হাজারে পৌঁছেছিল মাত্র পাঁচ দিনে।

এক দিনে মৃত্যুর এই সংখ্যাও গত ১৪ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। সর্বশেষ গত ৭ জুন এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ৩০ জনের মৃত্যুর কথা জানিয়ছিল সরকার।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পৌনে ৩২ হাজার নমুনা পরীক্ষা করে দেশে ২ হাজার ৭৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন কোভিড রোগী শনাক্ত হল; আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হল মোট ২৭ হাজার ৭ জনের।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫৩ জন নতুন রোগী শনাক্ত এবং ৪১ জনের মৃত্যুর খবর দিয়েছিল। সে হিসেবে গত এক দিনে মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে।

মঙ্গলবার শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৪ শতাংশ, আগের দিন সোমবার তা ৭ দশমিক ৬৯ শতাংশ ছিল।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version