ফের নিম্নচাপের ভ্রুকুটি, আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবত। ফলে রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি। বৃহস্পতিবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর বঙ্গোপসাগরে শুক্র-শনিবার নাগাদ একটি ঘূর্ণাবত ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে বাংলা ও ওড়িশার উপকূলে পৌঁছবে। ফলে দক্ষিণবঙ্গে আগামী রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

আরও পড়ুন:ভূমিকম্পে কেঁপে উঠলো চিনের সিচুয়ান প্রদেশ
আজ সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তাপমাত্রা আগের থেকে সামান্য বাড়তে পারে। বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের ১ ডিগ্রি নিচে।