Thursday, August 21, 2025

ভবানীপুরের CPIM প্রার্থী শ্রীজীবের নামে বাড়ি নেই, ৮ লাখি গাড়ি আছে!

Date:

ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur By Poll) এবার ত্রিমুখী লড়াই। তৃণমূলের (TMC) প্রার্থী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বিপক্ষে প্রধান বিরোধী দল বিজেপির (BJP) প্রার্থী আইনজীবী ও যুবনেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Prianka Tibrewal)। উপনির্বাচনে জোট হয়নি। আসনটি তাদের কোটার হলেও প্রার্থী দেয়নি কংগ্রেস (Congress)। বরং, পরোক্ষে তৃণমূলকেই সমর্থনের ইঙ্গিত দেওয়া হয়েছে। বামেদের (Leftfront) প্রার্থী তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাস (Sreejib Biswas)। ৩০ সেপ্টেম্বর ভোট গ্রহণ। ইতিমধ্যেই সব দলের প্রার্থী তাঁদের মনোনয়ন (Nomination) দাখিল করেছেন। নির্বাচন কমিশনের (EC) নিয়ম অনুসারে, মনোনয়ন জমা করার সঙ্গে হলফনামা দিয়ে প্রার্থীদের জানাতে হয় তাঁদের মোট সম্পত্তির পরিমাণ।
আর এই হলফনামা অনুযায়ী, ভবানীপুর উপনির্বাচনের বামফ্রন্টের CPIM প্রার্থী শ্রীজীব বিশ্বাসের মোট সম্পত্তির পরিমাণ ৩২ লক্ষ ১০ হাজার ৮৪০ টাকা ৫২ পয়সা। তাঁর দেওয়া তথ্য অনুসারে, চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রয়েছে। তবে স্থাবর সম্পত্তি বলতে কিছু নেই শ্রীজীবের। বরং কিছু দেনাও রয়েছে। একটি ব্যাঙ্ক-এ CPIM প্রার্থীর ৩ লক্ষ ৭১ হাজার ৫৪ টাকার ঋণ রয়েছে।
ভবানীপুর উপনির্বাচনে আইনজীবী শ্রীজীব বিশ্বাসের দাখিল করা হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে CPIM প্রার্থীর আয় ছিল ৫ লাখ ৪৮ হাজার ৭৭২ টাকা। ২০১৮-১৯ তুলনায় একটু কম আয় ছিল তাঁর। হলফনামা দেওয়ার দিন পর্যন্ত শ্রীজীবের হাতে নগদ অর্থ ছিল মাত্র ১০ হাজার টাকা। যদিও একাধিক ব্যাঙ্কে তাঁর বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও বাম প্রার্থী জানিয়েছেন, তাঁর কোনও চাষযোগ্য বা অন্য কোনও জমি নেই। যে বাড়িতে থাকেন, সেটাও তাঁর নামে নয়। তবে তাঁর একটি টাটা নেক্সন গাড়ি রয়েছে। যার মূল্য প্রায় ৮ লক্ষ ৭৪ হাজার টাকা।
মনোনয়ন দাখিল করার পর দেখা যাচ্ছে, ভবানীপুর কেন্দ্রে অবশ্য সবচেয়ে ধনী প্রার্থী বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণই শুধু ৮২ লক্ষ টাকারও বেশি। বার্ষিক আয় প্রায় ১০ লাখ।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version