Saturday, November 8, 2025

ভোটে রাজনৈতিক হিংসা প্রতিরোধে এবার আরও কড়া হল রাজ্য ৷ কারণ, রাজ্যে তিন আসনে ভোট আসন্ন । এর মধ্যে ভবানীপুর বিধানসভা আসনে উপনির্বাচন এবং মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভায় নির্বাচন রয়েছে 30 সেপ্টেম্বর । বুধবার নবান্নে এই তিন বিধানসভার নির্বাচন নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় । সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্যের স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা । এই বৈঠক থেকে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে কড়া হাতে নির্বাচন প্রক্রিয়া নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব । স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের কথা দিয়েছি আমরা । তাই নির্বাচন চলাকালীন এমন কোনও ঘটনা যেন না ঘটে যার কারণে নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে ।

মুর্শিদাবাদ এবং দক্ষিণ কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়ার জেলা প্রশাসনকেও আইন শৃঙ্খলা নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে । ভোটের আগে এই সমস্ত জেলাগুলিতে যাতে কোনও রাজনৈতিক অশান্তি না হয়, সে ব্যাপারে পুলিশ প্রশাসনকে নজর রাখতে বলেছে নবান্ন । কোথাও কোনও ঘটনা ঘটলে রাজনৈতিক রং না দেখে তা কড়া হাতে দমন করতে হবে বলে এদিন জানান মুখ্যসচিব ।

পুলিশ কমিশনারদের মুখ্যসচিব নির্দেশ দিয়ে বলেন, “আপনারা আইন-শৃঙ্খলার দিকটি বিশেষভাবে গুরুত্ব দিন ।উপনির্বাচনের আগে শহর কলকাতা জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নাকা চেকিং । ভোট চলাকালীন যে কোনও প্রকারের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার কোনও খামতি রাখতে নারাজ নবান্ন ।

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version