Wednesday, November 5, 2025

ফের শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা

Date:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশের বাসিন্দাদের জন্য সুখবর। খুব তাড়াতাড়ি আবার শুরু হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা।ঠিক হয়েছে, প্রথমে হলদিবাড়ি- চিলাহাটি সীমান্ত দিয়ে এই ট্রেন চলাচল শুরু হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে দ্রুত হলদিবাড়ি-চিলাহাটি সীমান্ত দিয়ে যাত্রীবাহীট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনার তোফিক হুসেইন।

গত বছর করোনার প্রকোপ শুরুর পরে বিমানের মতোই বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রেন চলাচলও। বিমান চলাচল করার উদ্যোগ নেওয়ার পরে, দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চালানো নিয়ে দাবি উঠছিল। কারণ অনেক সাধারণ মানুষ, যাদের নানা কাজে বাংলাদেশ থেকে ভারতে, বিশেষ করে কলকাতা আসতে হয় তাদের সবার পক্ষে বিমানে আসা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি পরিস্থিতি ঠিক থাকে, তাহলে খুব তাড়াতাড়ি চালু হবে বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন পরিষেবা।
ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত থেকে কোচবিহারের হলদিবাড়ি দুরত্ব মাত্র ৫ কিলোমিটার। হলদিবাড়ি বাংলাদেশের নীলফামারি জেলার রংপুর বিভাগে চিলাহাটি থেকে প্রায় ১২ কিমি দূরে অবস্থিত।

আরও পড়ুন- কাঁথির পর এবার বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্ক, চেয়ারম্যান-পদ থেকে অপসারিত শুভেন্দু

এই পথে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। জানা গিয়েছে, এই লাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার আগে হলদিবাড়ির রেলওয়ে স্টেশন ও রেলপথ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের আধিকারিকরা। হাইকমিশনের বিজনেস চিফ মহম্মদ মামসুল আরিফ ও শিলিগুড়ির সোনালী ব্যাংক ম্যানেজার জাবেদূর আলম এই নিয়ে বৈঠকও করেছেন। বৈঠকের পরেই তৌফিক হুসেইন জানিয়েছেন, তাঁরা খুব শীঘ্রই চিলাহাটি ও হলদিবাড়ির মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু করবেন।
ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করার ক্ষেত্রে দুই দেশই সবুজ সংকেত দিয়েছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জানিয়েছেন, আগামী দিনে বাংলাদেশ থেকে পর্যটক ভিসা দেওয়াও শুরু হবে।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version