করোনার ওষুধের ওপর জিএসটি ছাড়ের সময়সীমা বাড়ল

করোনার ওষুধের উপর জিএসটি ছাড় একই থাকছে৷ তবে ছাড়ের সময়সীমা বাড়াল কেন্দ্র৷ শুক্রবার জিএসটি কাউন্সিলের বৈঠকে ঠিক হয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করোনা ওষুধে জিএসটি ছাড় একই থাকছে৷ ছাড়ের এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল ৩০ সেপ্টেম্বর৷
এদিন লখনউয়ে জিএসটি কাউন্সিলের বৈঠক শুরু হয়৷ ওই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷
২৪টি রাজ্যের প্রতিনিধি রয়েছে এই বৈঠকে। তাতে একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা। কোভিড পরিস্থিতিতে জিএসটি আদায়ে এবার বেশ ঘাটতিতে কয়েছে মোদী সরকার। গত কয়েক মাসে জিএসটি আদায়ের হাল একটু ফিরেছে। নইলে এপ্রিল-জুন মাসেও জিএসটির হাল বেহাল ছিল ।
এর আগে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জিএসটি মকুবের কথা ঘোষণা করা হয়েছিল। সেই মেয়াদ আরও বাড়ানো হল। তার কারণ একটাই অক্টোবরে করোনার থার্ড ওয়েভ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।