Sunday, November 9, 2025

লক্ষ্য হিন্দু ভোট, লোকসভা নির্বাচনের আগেই রামমন্দিরের কাজ শেষ করতে চায় মোদি

Date:

দ্রুত গতিতে এগোচ্ছে অযোধ্যার রামমন্দির নির্মাণের কাজ।  প্রথম দফার কাজ প্রায় শেষ। সরকারিভাবে নির্মাণস্থলের ছবি দিয়ে বৃহস্পতিবার রামমন্দির ট্রাস্টের তরফে এ কথা জানানো হয়েছে। জানা গেছে, ২০২৪ -এর লোকসভা নির্বাচনের দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খুলতে তৎপর মোদি সরকার।ট্রাস্টের তরফে জানানো হয়েছে সেই সময়সীমা মেনেই চলছে নির্মাণকাজ।
এদিন ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ১০ একর জমির উপর তিন তলা রামমন্দির গড়া হচ্ছে। ভিত খোঁড়ার পর মোট ৪৭টি স্তরে কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে শেষ হয়েছে প্রথম পর্যায়ের কাজ। নির্মাণকারী সংস্থার আধিকারিক জানিয়েছেন, ‘‘নীচের আলগা মাটি সরিয়ে শক্ত জমিতে ভিত ঢালাইয়ের জন্য আমাদের ৪০ ফুটেরও বেশি গভীর গর্ত খুঁড়তে হয়েছে।’’ তিনি আরও জানান, ভিতের ৪৭টি স্তরের প্রতিটি ১ ফুট করে উঁচু। তার উপর তৈরি হয়ে চাতাল। সব মিলিয়ে ৬০ ফুট উঁচু হবে মূল রামমন্দিরের ভিত্তি।নির্মাণ যাতে পোক্ত হয়, তার দায়িত্ব দেওয়া হয়েছে রুর্কির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটকে। ভূমিকম্পেও যাতে কোনও ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে বিশেষ পরীক্ষা করেছে রুর্কির এই ইনস্টিটিউট।রাম জন্মভূমি চত্বরে জাদুঘর, আর্কাইভ, অডিটোরিয়াম এবং তীর্থযাত্রী সহায়তা কেন্দ্র গড়া হবে বলেও জানিয়েছে নির্মাণসংস্থা। এমনকি, পুরোহিতদের আবাসস্থল এবং গোশালাও থাকবে সেখানে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে দীর্ঘ টানাপোড়েনের পর মন্দির নির্মাণের ছাড়পত্র পেতেই গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যার রাম জন্মভূমিতে ভূমিপুজো এবং রুপোর ইট গেঁথে শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।তারপরই শুরু হয় নির্মাণকাজ।

Related articles

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...
Exit mobile version