Wednesday, December 17, 2025

পেট্রোপণ্যে জিএসটি বসানোর প্রস্তাব খারিজ: রাজ্যের কোর্টে বল ঠেলে জানালেন নির্মলা  

Date:

রাজ্যের কোর্টে বল ঠেলে পেট্রোপণ্যের GST বসানোর পরিকল্পনা থেকে সরে এল কেন্দ্র। শুক্রবার, জিএসটি কাউন্সিলের (GST Council) বৈঠকে পেট্রোপণ্যে জিএসটি বসানোর প্রস্তাব খারিজ হয়ে যায়। অধিকাংশ রাজ্যই নাকি এই প্রস্তাবে নারাজ বলে এখনই কমছে না পেট্রোল-ডিজেলের (Petrol Diesel) দাম।

আসলে জ্বালানি তেলের দামে নাভিশ্বাস মধ্যবিত্তের। আশা ছিল জিএসটি কাউন্সিলের বৈঠকে হয়তো পেট্রোপণ্যকে জিএসটি-র আওতায় আনা হবে। কিন্তু এদিন সন্ধেয় সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, পেট্রোপণ্যে এখনই জিএসটি বসানো হচ্ছে না। ফলে, এখনই কমছে না পেট্রোল-ডিজেলের দাম।

পেট্রোপণ্যের উপর জিএসটি বসানো যাবে না বলে একযোগে জানিয়ে দিল দেশের সব কটি রাজ্য ৷ সে-জন্যই শেষ পর্যন্ত পেট্রোপণ্যের উপর জিএসটি বসানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হল কেন্দ্র ৷

আরও পড়ুন- বিশ্বকর্মা পুজোয় বাঁকুড়ার জাম্বো জিলাপিতে ‘মন্দার ছাপ’

বিজেপি শাসিত থেকে শুরু করে অন্যান্য সব ক’টি রাজ্যই শুক্রবার স্পষ্ট করে দেয়, পেট্রোপণ্যের উপর জিএসটি বসানো হলে তারা বিপুল পরিমাণ রাজস্ব হারাবে ৷ আর সে জন্যই জিএসটি বসানোর বিরোধিতা করে রাজ্যগুলি ৷ তাদের বিরোধিতা আজ লখনউয়ে কাউন্সিলের বৈঠকে এতটাই তীব্র হয় যে, পেট্রোপণ্যে জিএসটি বসানোর বিষয়টি নিয়ে সে-ভাবে আলোচনাই হল না ৷ প্রসঙ্গত, আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন-এর নেতৃত্বে লখনউয়ে বসেছিল ৪৫-তম জিএসটি কাউন্সিলের বৈঠক ।

উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড-সহ পাঁচটি রাজ্য নির্বাচন দরজায় কড়া নাড়ছে । সেই ভোট বৈতরণী পার করতেই তেলের দাম কমাতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রের বিজেপি সরকার । তাই মনে করা হয়েছিল, আজ বৈঠকে পেট্রোপণ্যের উপর জিএসটি বসানোর বিষয়টি নিয়ে আলোচনা হবে ৷ কিন্তু, সেই সম্ভাবনা সমূলেই নষ্ট হয়ে যায় বৈঠকের শুরুতেই ৷

সম্প্রতি এক রিট পিটিশনের ভিত্তিতে পেট্রোপণ্যের উপর জিএসটি বসানোর বিষয়টি ভেবে দেখতে বলেছিল কেরল হাইকোর্ট ।

অর্থনীতিবিদদের একাংশ বলছেন, জ্বালানির উপরে জিএসটি বসালে সেক্ষেত্রে মোট প্রাপ্ত এক সমান ভাগ পাবে কেন্দ্র রাজ্য এবং এক ধাক্কায় দাম কমবে লিটার পিছু পেট্রোল-ডিজেলের। যদিও, আজ প্রতিটি রাজ্য স্পষ্ট করে দিল কোনও ভাবেই জিএসটি কার্যকর করা যাবে না ৷ কারণ, তাদের বিপুল আর্থিক ক্ষতি ৷

 

 

Related articles

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...

পারদ চড়ার পূর্বাভাস, হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি

ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা...

ছাত্রীর নকাব টেনে খুললেন নীতীশ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

চিকিৎসক পড়ুয়ার মুখের নকাব টেনে খোলায় গোটা বিশ্বের সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাথমিকভাবে এই ঘটনাকে নীতীশের...
Exit mobile version