Sunday, May 4, 2025

অভিষেকের পদযাত্রা: ত্রিপুরায় প্রস্তুতি তুঙ্গে তৃণমূল কংগ্রেসের

Date:

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পদযাত্রাকে কেন্দ্র করে ত্রিপুরায় দলের প্রস্তুতি তুঙ্গে। আগামী ২২ শে সেপ্টেম্বর আগরতলায় ত্রিপুরায় বর্তমান শাসক দল বিজেপির (BJP) অপশাসনের বিরুদ্ধে পদযাত্রার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উল্লেখ্য, এর আগে দুবার পদযাত্রা করতে চাইলেও ত্রিপুরার বিজেপি সরকার তা কার্যত গায়ের জোরেই বাতিল করে দিয়ছে। ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) আটকাতে, সর্বপোরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকাতে বিজেপি নানা ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। পুলিশকে লেলিয়ে দিচ্ছে। একের পর এক নেতার বিরুদ্ধে মামলা করছে।

এই অবস্থাতেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চালাচ্ছে ত্রিপুরার স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হোর্ডিং, ব্যানার, ফেস্টুন তো আছেই। চলছে পথসভাও। এর সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও এই পদযাত্রা নিয়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। #জিতবে ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখেই চলছে এই প্রচার কর্মসূচি।

বৃহস্পতিবার ত্রিপুরায় পৌঁছেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডাঃ সান্তনু সেন। শুক্রবার তিনি সোনামূড়ায় লকআপে পুলিসের অত্যাচারে মৃত তৃণমূল কংগ্রেস কর্মী জামাল হোসেনের পরিবারের সঙ্গে দেখা করেন। বলেন, দল সর্বদা এই পরিবারের পাশে আছে, থাকবে।

ডাঃ সান্তনু সেন জানিয়েছেন, পুলিশ লকআপে মৃত্যুর ঘটনায় শনিবার ত্রিপুরা পুলিশের ডিজির সঙ্গে দেখা করবেন তিনি। সঙ্গে থাকবেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একজন বর্তমান বিচারপতিকে দিয়ে এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাবে তৃণমূল কংগ্রেস।

এদিন তৃণমূল কংগ্রেসের তরফে আগরতলায় ভানু ঘোষ ভবনে ত্রিপুরা সিপিএম এর প্রয়াত রাজ্য সম্পাদক গৌতম দাসকে শেষ শ্রদ্ধা জানান ডাঃ সান্তনু সেন। শুক্রবার সকালে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিশ্বকর্মা পুজোতেও উপস্থিত ছিলেন তিনি।

আরও পড়ুন- কলকাতার মামলায় কেন দিল্লিতে তলব? ইডি’র বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে অভিষেক-রুজিরা

 

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version