Thursday, August 21, 2025

ফোকাস দিদিতে, ভবানীপুরের লড়াইয়ে প্রিয়াঙ্কার পদবী বাদ বিজেপির, কটাক্ষ তৃণমূলের

Date:

বিজেপি(BJP) বলছে ভবানীপুরের(Bhawanipur) আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি। যদিও বিজেপির এই হাড্ডাহাড্ডিকে হেলায় উড়িয়ে তৃণমূলের স্পষ্ট দাবি রেকর্ড মার্জিনে ভবানীপুর থেকেই জিতবে ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিকে আসন্ন উপনির্বাচনে(bypoll election) ভোট টানতে কৌশলে কোনো ত্রুটি রাখছে না গেরুয়া শিবির। নির্বাচনী প্রচারে ভবানীপুরের বিজেপি রণকৌশল দিদি বনাম দিদির লড়াই। বাস্তবে তা প্রয়োগ ঘটাতেই বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের(Priyanka tibrewal) পদবী বাদ দিল গেরুয়া শিবির। বরং নির্বাচনী ব্যানার ও ফেস্টুনে বিজেপি প্রার্থীর নামের পাশে যোগ হলো ‘প্রিয়াঙ্কা দিদি’। ভোট বাজারে বিজেপি প্রার্থীর এহেন ‘ঘরের মেয়ে’ ইমেজ তৈরীর চেষ্টাকে অবশ্য কটাক্ষ করতে ছাড়ল না তৃণমূল।

ভবানীপুর উপনির্বাচনে বিজেপি এহেন রণকৌশল কে রীতিমত কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন কুণাল ঘোষ বলেন, ‘হুম, পোস্টার তো নজরে এসেছে। মজার ব্যাপার এটা। উনি ওনার দলের কর্মীদেরকে বলেছেন ওরে ভাই আমার পদবি লিখিস না। তাই প্রিয়াঙ্কার পাশে টিব্রেওয়াল লেখা যাচ্ছে না। পদবীই উনি ছেড়ে দিলেন। আসলে লোক হাসাচ্ছেন উনি। গো-হারা হারবেন তো তাই এমন সব প্রচার করছেন।’

আরও পড়ুন:ভবানীপুর উপনির্বাচনে প্রচারে গিয়ে স্থানীয়দের রোষের মুখে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল

এদিকে ভবানীপুরের মত হাইভোল্টেজ কেন্দ্রে বিজেপির এহেন রণকৌশল প্রসঙ্গে রাজনৈতিক মহলের দাবি, বিজেপি খুব ভাল করেই জানে ভবানীপুরের আসন বিজেপির জন্য কতখানি চ্যালেঞ্জিং। গতবার অমিত শাহ, নরেন্দ্র মোদির মতো নেতৃত্বে শহরজুড়ে প্রচারে দাপিয়ে বেড়ালেও ভবানীপুরের আসনে ২৮ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে ভবানীপুরে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল নিজেকে এই অঞ্চলে ঘরের মেয়ে তৈরীর চেষ্টায় ‘দিদি’ শব্দেই বাড়তি গুরুত্ব দিচ্ছেন। দেওয়াল লিখন থেকে প্রচার তৃণমূলের তরফে প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকলেও প্রিয়াঙ্কা কিন্তু পদবী তুলে জোর দিচ্ছেন দিদিতেই। যা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version