১) সিরিজ শুরু আগেই বিপত্তি। নিরাপত্তার কারণে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ বাতিল করে দিল নিউজিল্যান্ড। ক্রিকেটারদের নিরাপত্তার কারণেই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

২) ২২ সেপ্টেম্বর এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে এফসি নাসাফের বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান। ম্যাচ জিততে মরিয়া রয় কৃষ্ণা।

৩) এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে খেলতে নামবে বাগান ব্রিগেড। তার জন্য দল ঘোষণা হাবাসের। দলে এলেন জনি কাউকো, প্রবীর, সুসাইরাজ।

৪) টি-২০ ক্রিকেটে পরবর্তী অধিনায়ক কে হবে? এবং নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেটের উপদেষ্টা কমিটির প্রধান মদন লাল। তাঁর মতে রোহিত শর্মা যোগ্য অধিনায়ক পদে।


৫) দলবদলে একের পর এক চমক দিয়েই চলেছে এসসি ইস্টবেঙ্গল । শুক্রবার পঞ্চম বিদেশী সই করিয়ে একেবারে চমকে লাল-হলুদ শিবির। পঞ্চম বিদশী হিসাবে নেদারল্যান্ডসের মিডফিল্ডার ড্যারেন সিডোয়েলকে সই করাল এসসি ইস্টবেঙ্গল।


আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ
