Thursday, August 21, 2025

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং, কংগ্রেস নেতাদের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ

Date:

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। ইস্তফা দিয়ে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানালেন, রাজনীতিতে সবকিছু দ্রুত বদল হয়। সামনে অনেক রাস্তা খোলা রয়েছে। শনিবার বিকেলে তিনি তাঁর ইস্তফাপত্র জমা দেন রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতের কাছে।

এদিন রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাজভবন থেকে বেরিয়ে অমরিন্দর কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “কংগ্রেস প্রেসিডেন্টকে আজ জানিয়ে দিয়েছিলাম, আজই পদত্যাগ করব। কংগ্রেস নেতারা মনে করেন আমার রাজ্য চালানোর ক্ষমতা নেই। এটা খুবই অপমানজনক। ওরা যাকে পছন্দ করেন তাঁকেই মুখ্যমন্ত্রী করুক। এনিয়ে গত ২ মাসে তিনবার কংগ্রেস বিধায়কদের দিল্লিতে ডেকে বৈঠক হল। আমার মনে হয়েছে, আমার যোগ্যতার উপরে হাইকমান্ডের সন্দেহ রয়েছে। তাই খুবই অপমানিত বোধ করেছি।”

আরও পড়ুন-পদ্ম ছেড়ে জোড়া ফুলে বাবুল: রাজনৈতিক তরজা তুঙ্গে

কয়েকমাসের মধ্যেই পাঞ্জাবে বিধানসভার নির্বাচন। তার মধ্যেই অমরিন্দ সিংয়ের পদত্যাগ পাঞ্জাব কংগ্রেসকে ভেঙে দেবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। এদিকে, মুখ্যমন্ত্রীর পদ থেকে অমরিন্দরের পদত্যাগের পর কে বসবেন মসনদে তা নিয়ে আপাতত ৩টি নাম উঠে আসছে। সুনীল জাখর, প্রতাপ সিং বাজওয়া ও রভনীত সিং বিট্টু।

উল্লেখ্য, শনিবার কংগ্রেস লেজিসলেটিভ পার্টির মিটিংয়ের আগেই হাইকমান্ড অমরিন্দর সিংকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন। আর তারপরেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে সড়ে দাঁড়ালেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version