Sunday, November 9, 2025

মুখ্যমন্ত্রীর সমর্থনে রবিবারের বর্ণাঢ্য প্রচারে সুব্রত মুখোপাধ্যায়

Date:

“পৃথিবীর কোনও শক্তি নেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আটকাবে!” মুখ্যমন্ত্রীর (CM) সমর্থনে রবিবাসরীয় বর্ণাঢ্য প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করলেন বর্ষীয়ান তৃণমূল (TMC) নেতা তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তাঁর দাবি, ঠিক মতো ভোট পড়লে ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষাধিক ভোটে জয়ী হবেন।

আরও পড়ুন- বোনের বিরুদ্ধে প্রচারে নামবেন না বাবুল, বিশ্বাস ভবানীপুরের বিজেপি প্রার্থীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি ওয়ার্ডে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। রবিবাসরীয় সকালে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী কর্মীরা প্রচারে নেমেছেন অলিতে-গলিতে। এদিন ৬৩ নম্বর ওয়ার্ড ও সদর স্ট্রিটে অভিনব প্রচারে অংশ গ্রহণ করলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। হুট খোলা গাড়িতে চেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রার্থনা করেন এই বর্ষীয়ান নেতা।

এদিন সুব্রতবাবুর প্রচার ছিল অভিনব ও বর্ণাঢ্য। প্রচারের মধ্যে তুলে ধরা হল পুরুলিয়ার ছৌ নাচ ও আদিবাসী নৃত্য। বাংলার লোকসংস্কৃতিকে শহরবাসীর সামনে উপস্থাপন করা হল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। ওয়ার্ডের কো-অডিনেটর সুস্মিতা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। সুব্রত মুখোপাধ্যায় বলেন রেকর্ড মার্জিনে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সারা দেখে তিনি অভিভূত বলে জানান। বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তিনি শুভেচ্ছা জানান। আগামী দিনে আরও অনেক চমক রয়েছে বলে জানিয়েছেন সুব্রতবাবু।

উপনির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নিয়ম করে প্রচার কাজ সারছেন সুব্রত মুখোপাধ্যায়। এর আগে থিয়েটার রোড, রাসেল স্ট্রিট এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন তিনি। পাশাপাশি জনসংযোগে জোর দিতে প্রাতর্ভ্রমণকারীর সঙ্গে যোগ দিয়েছিলেন চায়ের আড্ডায়।

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version