Saturday, November 8, 2025

“বাবুল রাজনৈতিক পর্যটক, দু-একজন গেলে কোনও ক্ষতি হবে না”, বিস্ফোরক দিলীপ

Date:

বাবুল সুপ্রিয়(Babul Supriyo) ও দিলীপ ঘোষের(Dilip Ghosh) সম্পর্কের টানাপোড়েন চলছিল বিগত কয়েক মাস ধরেই। এহেন বাবুল সুপ্রিয় সম্প্রতি বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে(TMC)। এই পরিস্থিতিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে একহাত নিতে ছাড়লেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের হয়ে ভবানীপুরে প্রচারে এসে বাবুলকে কটাক্ষ করে তিনি জানিয়ে দিলেন বাবুল আসলে ‘রাজনৈতিক পর্যটক, আসবে যাবে। দলের থেকেও লাভ হয়নি, গিয়েও ক্ষতি হয়নি।’

বাবুলের তৃণমূল যোগে গেরুয়া শিবির যে রীতিমতো ধাক্কা খেয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না এই পরিস্থিতিতে বাবুলকে উদ্দেশ্য করে এসেছে তীব্র আক্রমণ। রবিবার বাবুল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “রাজনীতি এখন মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতো হয়ে গিয়েছে। দু-একজন চলে গেলে তাতে দলের কোনও অসুবিধা হয় না। ভোটের আগে হাজার হাজার লোক তৃণমূল ছেড়ে চলে এসেছিল। তাতে তৃণমূল হারেনি। যাদের উপর দল দাঁড়িয়ে আছে তাদের দেখা যায় না। তাদের রক্ত, ঘামের জোরেই দল চলছে। দল চলবে।” পাশাপাশি তিনি আরো বলেন, “উনি স্টার। দলের হননি কখনও। বন্ধু মানুষ। আগেও বলতাম উনি রাজনৈতিক ব্যক্তি নন। তিনি আবেগে করতেন। যা করতেন আবেগে করতেন । যেখানে গিয়েছেন ভাল ভাবে রাজনীতি করুক। শিল্পী মানুষ।”

আরও পড়ুন:কোহলির আচরণে অসন্তুষ্ট দলের একাধিক ক্রিকেটার, বিসিসিআইয়ের কাছে অভিযোগ,: সূত্র

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পরই দলের সঙ্গে বাবুল সুপ্রিয়র দূরত্ব তৈরি হয়। ৩১ জুলাই বাবুল সুপ্রিয় রাজনীতি থেকে সন্ন্যাসের ঘোষণা করেন। এরপর বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁকে বোঝানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। ১০ অগাস্ট ভবানীপুরে স্টার ক্যাম্পেনারের তালিকায় বাবুল সুপ্রিয়র নাম প্রকাশ করে বিজেপি। যদিও প্রচার করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন বাবুল। সেই ঘটনার পর শনিবার সকলকে চমকে দিয়ে অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগদান করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version