Saturday, May 24, 2025

রাজ্যের অন্যান্য জেলাগুলির থেকে কোনও অংশে পিছিয়ে নেই মালদহ জেলা। বিশাল পরিধির মত এই জেলায় রয়েছে ১২ বিধানসভা। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে জেলাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে উত্তর মালদহ এবং দক্ষিণ মালদহ। জেলার ভৌগলিক অবস্থান দেখলেই বোঝা যায় বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশের সীমানা বয়ে গেছে এই জেলাকে ছুঁয়ে। জেলার উত্তর দিকে যেমন রয়েছে ২ দিনাজপুর ঠিক তেমনি পশ্চিমে দেখলে রয়েছে পার্শ্ববর্তী রাজ্য বিহার । মূলত মালদহ জেলাকে দুটি মহাকুমায় ভাগ করা হয়েছে। মালদহ সদর মহাকুমা ও চাঁচল মহকুমা। যার মধ্যে জেলার দক্ষিণ মালদহ ও উত্তর মালদহের বেশকিছু থানা এবং ব্লক রয়েছে মালদহ সদর মহকুমা এবং উত্তর মালদহ বেশকিছু থানা ও ব্লক রয়েছে চাঁচল মহাকুমার অন্তর্গত ।জেলা যত উন্নতি করছে ঠিক ততটাই বাড়ছে অপরাধমূলক কাজের সংখ্যা। অপরাধমূলক কাজের মধ্যে সবথেকে বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন প্রতারণা থেকে হুমকি সমস্ত কিছু এই সোশ্যাল মিডিয়ার কারণে এই সমস্ত অপরাধ বেড়ে চলেছে। তবে সোশ্যাল মাধ্যমে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ রোধ করে থাকেন সাইবার ক্রাইম থানা। জেলার বিভিন্ন প্রান্তে মোট ১৬ টি থানা এবং বিভিন্ন তদন্ত কেন্দ্র থাকলেও জেলার মধ্যে ১ টি মহিলা থানা এবং ১ টি সাইবারক্রাইম থানা রয়েছে। যেটি রয়েছে মালদহ সদর মহকুমার অধীনে। যার ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কারণ প্রতিদিন যে মাত্রায় সোশ্যাল মিডিয়ায় অপরাধমূলক কার্যকলাপ বেড়ে চলেছে তা ছড়িয়ে পড়েছে সমস্ত জেলা জুড়ে। ফলে প্রতিদিনের যা অভিযোগ তা মূলত মালদহ জেলার মালদা সদর মহকুমায় অবস্থিত ইংরেজ বাজারের সাইবার ক্রাইম থানায় গিয়ে অভিযোগ জানাতে হচ্ছে অভিযোগকারীদের। তবে এত বড় জেলার ভৌগলিক অবস্থান রয়েছে তাতে চাচোল মহাকুমায় সোশ্যাল মিডিয়ায় ঘটে যাওয়া কোনো অভিযোগ কিংবা এই সোশ্যাল মিডিয়ার কারণে যদি কোন ব্যক্তি প্রতারিত হন সেক্ষেত্রে সেই অভিযোগ সাইবার ক্রাইম থানায় করতে গেলে দীর্ঘ পথ অতিক্রম করে এবং দীর্ঘ সময় নিয়ে সাইবার ক্রাইম থানায় গিয়ে অভিযোগ জানাতে হয়। চাচোল মহাকুমার অধীনে রয়েছে বেশ কয়েকটি থানা। যার মধ্যে রয়েছে চাচল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, পুকুরিয়া এবং কয়েকটি ফাঁড়ি সহ তদন্তকারী কেন্দ্র। তাই এই সব এলাকার মানুষেরা সোশ্যাল মিডিয়ায় কোন সমস্যায় পড়লে বা প্রতারিত হলে তাদেরকে সাইবার ক্রাইম থানায় পৌঁছতে লেগে যাচ্ছে বহু সময় এবং দীর্ঘ প্রায় ৭০ কিলোমিটার অতিক্রম করেই তাদের সাইবার ক্রাইম থানায় যেতে হচ্ছে। যার ফলে সমস্যায় পড়ছেন চাচোল মহকুমার অন্তর্গত সাধারণ মানুষ। সকলেই দাবি তুলছেন মালদা শহরের মতো চাচোল মহাকুমায় একটি সাইবারক্রাইম থানা গড়ে তোলা হোক। ক্রমশই এই দাবি যেন জোরালো হচ্ছে সাধারণ মানুষের পক্ষ থেকে। তবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাইছেন রাজনৈতিক নেতৃত্বরাও। চাচল বিধানসভার অন্তর্গত তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম তিনি নিজেও জানিয়েছেন সাইবার ক্রাইম থানার ব্যাপারে ভাবনা চিন্তা চলছে। আমরা জেলা পুলিশ সুপারকে আগামী দিনে সাইবারক্রাইম থানা গড়ে তোলার জন্য লিখিতভাবে জানাবো এমনকি আমাদের এই দাবি আমরা রাজ্য সরকারের কাছেও জানাবো।

 

 

 

 

 

Related articles

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি: ব্যবস্থা নেওয়ার বার্তা বিদেশমন্ত্রকের

গোটা দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে বসবাসকারী (illegal immigrants) বাংলাদেশি নাগরিকদের তালিকা তৈরি হয়েছে। এবার বাংলাদেশকে...

২৪ ঘণ্টায় ভাগ্য বদল হাভার্ডের! ট্রাম্পের নির্দেশে স্থগিতাদেশ আদালতের 

দেশের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের ভর্তি আটকে দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে...

খালি হাতে আসবেন না: রাজ্যে অমিত শাহর সফরের আগে দাবি তৃণমূলের 

রাজ্যে ফের ডেইলি প্যাসেঞ্জারি শুরু হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বদের। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তারপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

হাত হারানো ইমতিয়াজ থেকে পা খোয়ানো রাফিয়া: রাজৌরিতে খোঁজ নিলেন তৃণমূল প্রতিনিধিরা

বৃহস্পতিবার গিয়েছিলেন পুঞ্চের হামলার শিকার এলাকাগুলিতে। আর শুক্রবার রাজৌরির (Rajouri) জেলা হাসপাতাল এবং সরকারি মেডিক্যাল কলেজে গিয়ে তৃণমূল...
Exit mobile version