Friday, August 29, 2025

লকডাউনের মধ্যেও দেশজুড়ে রেকর্ডসংখ্যক সড়ক দুর্ঘটনা ও পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে

Date:

সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট (National Crime Records Bureau) প্রকাশিত হয়েছে এই কেন্দ্রীয় সরকারি সংস্থা নথিভূক্ত পরিসংখ্যান (Recorded Data) অনুযায়ী, ২০২০সালে সড়ক দুর্ঘটনা অর্থাৎ হিট অ্যান্ড রানের (Hit & Run) পরিসংখ্যান ৪১ হাজার ১৯৬। ২০১৯-এ ৪৭ হাজার ৫০৪ এবং ২০১৮ তে ৪৭ হাজার ২৮। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার সংখ্যা ২০২০-তে ১ লক্ষ ৩০ হাজার। ২০১৯-এ ১ লক্ষ ৬০ হাজার এবং ২০১৮-তে ১ লক্ষ ৬৬ হাজার। গত তিন বছরে ভারতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯২ হাজার মানুষের। ২০২০তে সেই সংখ্যা ১ লক্ষ ২০ হাজার, ২০১৯-এ এই সংখ্যা ছিল ১ লক্ষ ৩৬ হাজার ও ২০১৮-তে ১ লক্ষ ৩৫ হাজার। এছাড়া হিট অ্যান্ড রানের ঘটনা তিন বছরে ঘটেছে ১ লক্ষ ৩৫ হাজার।

২০২০-র শুরুর দিকেই দেশজুড়ে করোনা পরিস্থিতির জেরে লকডাউন ঘোষণা করা হয়।

সেসময় সারাদেশেই যান চলাচল নিয়ন্ত্রিত। পরে লকডাউন উঠে গেলেও রাস্তায় যানবাহন বা পথচলতি মানুষের ভিড় খুব একটা ছিল না। তা সত্ত্বেও ওই বছরেই রেকর্ডসংখ্যক পথদুর্ঘটনা ও মানুষের মৃত্যু হয়েছে।ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন সতর্কতা নেওয়া সত্ত্বেও লাভ হয়নি। বেপরোয়া গতির শিকার হন কয়েক হাজার মানুষ। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২০ সালে ভারতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ২০ হাজার মানুষের। অর্থাৎ গড়ে হিসেব ধরলে রোজ অন্তত ৩২৮ জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version