Saturday, May 17, 2025

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে কড়া চিঠি দিলেন বিহার ক্রিকেটের সচিব

Date:

বিসিসিআই সভাপতি( bcci president )সৌরভ গঙ্গোপাধ্যায়ের( ( Sourav ganguly) উদ্দেশে কড়া চিঠি দিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের সচিব আদিত্য ভর্মা। চিঠির দেওয়ার কারণ হিসাবে বলা হয়েছে, বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে সংবিধান বিরোধী নানা কাজ করা হলেও কোনও ব্যবস্থা নেয়নি বিসিসিআই। সেই চিঠিতে আদিত্য ভর্মা জানিয়েছেন, বিসিসিআই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবেন তিনি।

আদিত্য ভর্মা বলেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপর ব্যবস্থা না নেওয়ায় রাজ্যের ক্রিকেটের অবস্থার অবনতি হচ্ছে।

এই চিঠিতে সৌরভ গাঙ্গুলিকে উদ্দেশ্য করে আদিত্য লেখেন, “সভাপতি মহাশয়, আপনি আপনার সময়ের একজন কিংবদন্তি ক্রিকেটার ছিলেন, কিন্তু আজ আপনি বিসিসিআই সভাপতির এক গর্বিত পদে রয়েছেন, আর এর ফলে আপনার উপর দায়িত্ব রয়েছে বিহার ক্রিকেটের যাবতীয় সমস্যা দেখা ও তার সমাধান করার। যদি আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ ও বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নানা অপরাধকে না দেখেন, আপনি তবে সুপ্রিম কোর্টের অবমাননা করছেন।”

এরপর পাশাপাশি তিনি আরও লেখেন, “আমি আপনার কাছে এই বিষয়টি তুলে ধরতে চাই, যে সকল নয়া অ্যাসোসিয়েশন বিসিসিআইয়ের সদস্য হয়েছে, নির্দিষ্ট অ্যাসোসিয়েশনের অফিস কর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যার ফলে আপনার উপর বিহার ক্রিকেটের দায়িত্ব রয়েছে। কিন্তু আজ অবধি, আমি বিসিসিআইকে সুপ্রিম কোর্টের নির্দেশিকা সংক্রান্ত যে চিঠি দিয়েছিলাম, আমি কোনও বার্তা পাইনি বিসিসিআই কিংবা আপনার থেকে, যা স্পষ্টতই অবমাননাকর এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হয়েছে।”

আরও পড়ুন:মিতালিদের বিরুদ্ধে সহজ জয় অস্ট্রেলিয়ার

 

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version