Sunday, November 9, 2025

প্রতিশ্রুতি রাখলেন অভিষেক, ১২ বছর পর পেনশন চালু হচ্ছে ইরা বসুর

Date:

অবসর নেওয়ার ১২ বছর পর অবশেষে সরকারি পেনশন চালু হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) শ্যালিকা ইরা বসুর (Ira Basu)। রাজ্যের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার অর্থ দফতরের তরফে এই অনুমোদন মিলেছে। পেনশনের পাশাপাশি গ্র‌্যাচুইটির টাকাও দ্রুত তাঁকে দেওয়া হবে। আপাতত মাসে ১৩ হাজার ৯৮৫ টাকা পেনশন বাবদ পাবেন তিনি। পাবেন বকেয়া পেনশন। ইরার ভবঘুরে জীবনের কথা শুনে তাঁর কাছে প্রতিনিধি পাঠান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তাঁদের কাছেই পেনশন চালুর আর্জি জানান ইরা। সেই শুনে বিষয়টি নিয়ে উদ্যোগ নেন অভিষেক।

কিছুদিন আগে ডানলপের কাছে কাছে ফুটপাথে দেখা মেলে উচ্চশিক্ষিতা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইরা বসুর। তাঁর পরিচয় সামনে আসতেই হতবাক সবাই। ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এ সে খবর প্রকাশিত হয়। প্রশাসনের তরফ থেকে তাঁকে উদ্ধার করে পাঠানো হয় লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালে। কিন্তু সেখানে থাকতে চাননি ইরা। এমনকী, সল্টলেকে নিজের বাড়িতেও যেতে চাননি। সেখানে তাঁর প্রাণনাশের আশঙ্কা আছে বলে জানান এই বৃদ্ধা। যান খড়দহে এক পরিচিতের বাড়ি।

এই খবর পেয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লুম্বিনী পার্কে তাঁর প্রতিনিধি পাঠান। ইরার পেনশনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। প্রাপ্য পেনশন ও গ্র‌্যাচুইটি যাতে ইরা দ্রুত পান, সে বিষয়ে সচেষ্ট হন অভিষেক। এদিন অর্থ দফতর তাঁর প্রাপ্য পেনশন ও গ্র‌্যাচুইটির টাকা দেওয়ার অনুমোদন দেয়। বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে ইরার বোনঝি সুচেতনাকে (Suchetana Bhattacharya) তাঁর নমিনি করা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- ঢাকের তালে কোমর দুলিয়ে মমতার সমর্থনে অভিনব প্রচার রঙিন মদনের

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version