Tuesday, August 26, 2025

প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ধার ঘেঁষে রাতের অন্ধকারে মহড়া দিচ্ছে চিনা সেনা

Date:

ফের কথা রাখল না চিন (China) । ভারত ও চিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে এর আগে বহুবার বহু বৈঠক হয়েছে (India-Chin Summit) । কিন্তু তা সত্ত্বেও গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অর্থাৎ লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (Line of Actual Control) একেবারে ধার ঘেঁষে যুদ্ধ মহড়া (Battle drill) চালালো চিন। চিনের সরকারি সংবাদমাধ্যম (Chienese News Agency) এই খবর প্রকাশ করেছে এবং এই ঘটনার সত্যতাও স্বীকার করেছে। চিনের জিনজিয়াং প্রদেশে ১৬ হাজার ফুট উচ্চতায় এই মহড়া হয়েছে বলে জানা গিয়েছে। রাতের অন্ধকারে কী ভাবে যুদ্ধ করতে হয়, যথেষ্ট আলো না থাকলেও কীভাবে প্রতিপক্ষের ওপর হামলা চালানো যায় সেই মহড়াই নাকি দেওয়া হয়েছে চিনা সেনাদের (China Military)।

 

চিনের সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এ প্রকাশিত রিপোর্ট অনযায়ী, চিনের সেনাবাহিনীর থিয়েটার কমান্ড জিনজিয়াং প্রদেশে এই মহড়া চালিয়েছে। ভারতের সীমান্ত লাগোয়া এলাকার দায়িত্বে রয়েছে চিনের এই থিয়েটার কমান্ড। ওই সংবাদমাধ্যমের দাবি, নতুন অস্ত্রের সঙ্গে সেনাবাহিনীকে পরিচিত করাতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। ওই রিপোর্টেই দাবি, ভারতের সীমান্ত লাগোয়া ওই এলাকায় ১৬ ফুট উচ্চতায় চিনের একাধিক বাহিনী এই ধরনের মহড়া চালাচ্ছে। ঘুটঘুটে অন্ধকারেও কী ভাবে বন্দুক, কামান ব্যবহার করতে হবে, সেই মহড়াই দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, চিন ওই এলাকায় রকেট লঞ্চার স্থাপন করেছে।

Related articles

বনতারায় কতটা সুরক্ষিত পশুরা: জানতে SIT গঠন সুপ্রিম কোর্টের

বিপদগ্রস্ত পশুদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা চালিয়েছিল গুজরাটের বনতারা (Vantara)। এবার প্রশ্ন উঠেছে সেখানে দেশের ও...

কীভাবে দুর্নীতিবাজদের সমর্থন করতে হয় মোদিকে দেখে শিখুন! তীব্র কটাক্ষ তৃণমূলের

দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে বাংলায় এসে বড় বড় কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুর্নীতিবাজদের সঙ্গে সর্বক্ষণ...

ট্রাম্পের শুল্কবাণে অস্থিরতা শেয়ার বাজারে! পড়ছে সেনসেক্স-নিফটি

আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর...

‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা কেন? গর্জে উঠলেন মমতা

ভিনরাজ্যে ‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। মঙ্গলবার, বর্ধমান শহরের পরিষেবা প্রদান মঞ্চ...
Exit mobile version