Saturday, August 23, 2025

মিশন এএফসি কাপ( Afc Cup)। এটিকে মোহনবাগানের ( ATK Mohunbagan) এখন লক্ষ‍্যই ২২ তারিখে ইন্টার জোনাল সেমিফাইনালে নাসাফের( Nasaf) বিরুদ্ধে ম‍্যাচ। সেই ম‍্যাচকে জিততে পাখির চোখ বাগান কোচ হাবাসের। সোমবারই দুপুরে তাসখন্দ থেকে কার্শিতে পৌঁছায় হাবাসের দল। সোমবারের অনুশীলনের পর মঙ্গলবার সন্ধ্যায় অনুশীলনে নামে প্রীতম কোটাল, প্রবীর দাসরা।

২২ তারিখ যে হাড্ডাহাড্ডি ম‍্যাচ হতে চলেছে তা ভালই জানেন বাগান কোচ হাবাস। তবে ম‍্যাচে যে তাঁর ছেলেরা ১০০% দেবেন বলেই জানালেন সবুজ-মেরুনের হেডস‍্যার।

এদিন তিনি বলেন,” বিশ্বের কোনও কোচই ‘জিতব’ এই নিশ্চয়তা দিতে পারে না। দুবাইয়ে আমাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। আমরা জেতার বিষয়ে ইতিবাচক। তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে প্রতিপক্ষ একটি শক্তিশালী দল, কিন্তু আমাদের ক্ষমতা রয়েছে নাসাফকে হারানোর। ওরা প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টে ভালো করে। ওরা প্রতিপক্ষ হিসেবে খুবই শক্তিশালী। আমাদের মতই, ওদের এমন কিছু ফুটবলার রয়েছে যারা মুহুর্তের মধ্যে ম্যাচের রঙ বদলে দিতে পারে। তবে ম‍্যাচে আমরা ১০০% দেব। ”

এদিকে এটিকে মোহবাগানের ফিরেছেন জনি কাউকো, প্রবীর দাস ও সুসাইরাজ। এরা ফেরাতে যে দলে শক্তি বেড়েছে বলেই মনে করছেন বাগানের হেডস‍্যার। তিনি বলেন,” ফুটবলাররা যে কোনও পরিবেশে নিজেদের সেরাটা দিতে তৈরি থাকবে। কাউকো ইতিমধ্যেই দলের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। ও একজন দারুণ ফুটবলার। প্রবীর ও সুসাইরাজ দুজন খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার। ওরাও তৈরি। আমি এখনও সিদ্ধান্ত নেইনি এদের মাঠে কতক্ষণ রাখব। কারণ ওরা অনেকদিন কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে নামেনি। আমায় সব কিছু বিচার করে প্রথম একাদশ বাছতে হবে।”

আরও পড়ুন:আইসিসি ব‍্যাটসম‍্যানদের র‍্যাঙ্কিং-এ আবারও শীর্ষে মিতালি

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version